স্পোর্টস ডেস্ক: গাড়ি ও মোটরসাইকেল প্রেমের জন্য নিয়মিত শিরোনামে থাকেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি মাহির গ্যারাজে ফের নতুন মুকুট যুক্ত হয়েছে। MSD-র গ্যারাজে হাজির হয়েছে নতুন Yamaha RD350 LC -এর কাস্টমাইজড ভার্সন। Blue Smoke Customs এই মোটরসাইকেল কাস্টমাইজ করেছে। গাড়ি ও মোটরসাইকেল কাস্টমাইজেসনের জন্য গোটা দেশে জনপ্রিয় চণ্ডীগড়ের সংস্থাটি।
1980 থেকে 1983 পর্যন্ত এই মোটরসাইকেল উৎপাদন করেছিল Yamaha। এই মোটরসাইকেলের পরেই তুলনামূলক বড় আকারের RD400 নিয়ে এসেছিল Yamaha। নির্গমন আইনের কড়াকড়ির কারণে Yamaha RD350 LC -র বদলে বাজারে এসেছিল RZ350, RD350LC II ও RD350 YPVS মডেলগুলি।
ধোনির Yamaha RD350 LC
ধোনির জন্য এই মোটরসাইকেল মডিফিকেশনের সময় মোটরসাইকেলের আত্মাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে পারফরম্যান্সেও বিপুল উন্নতি হয়েছে। এই বাইকের প্রায় সব স্টাইলিং প্রথম মডেলের মতোই রাখা হয়েছে মডিফিকেশনে। থাকছে বৃত্তাকার হেডল্যাম্প, টার্ন ইন্ডিকেটর, ও রিয়ার ভিউ মিরর। এছাড়াও বৃত্তাকার টুইন পড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেখা গিয়েছে।
কাস্টমাইজেশনের সময় এই মোটরসাইকেলের সিট ঢেলে সাজানো হয়েছে। পিছনের দিকে সিট কিছুটা উঠে গিয়েছে। যা এই বাইকের স্পোর্টি লুককে এগিয়ে নিয়ে গিয়েছে।
ধোনির নতুন মোটরসাইকেলে রয়েছে হলুদ ও কালো রঙের ডুয়াল টোন ফিনিশ। শুরুতে এই রঙেই লঞ্চ হয়েছিল Yamaha RD350 LC। ধোনির এই মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্কের উপরে 7 লেখা থাকছে। নিজের জার্সি নম্বর পছন্দের মোটরসাইকেলের উপরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। 7 জুলাই (7-7) জন্মদিনের কারণেই নিজের জার্সিতে 7 নম্বর ব্যবহার করেন বলে জানিয়েছিলেন ধোনি।
View this post on Instagram
Yamaha RD350 LC: পারফরম্যান্স
এই মোটরসাইকেলে একটি 347 cc প্যারালাল টুইন, 2 স্ট্রোক ইঞ্জিন ব্যবহার হয়েছে। এই ইঞ্জিনে সর্বোচ্চ 49 bhp শক্তি পাওয়া যাবে। তবে মাহির মোটরসাইকেল মডিকেশনের সময় টুইন এক্সহস্ট ব্যবহার হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।