গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্যাব-১৩ এর বিশেষ অভিযানে ৩৭ কেজি ওজনের কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় তিনজনকে আটক করেছে র্যাবের আভিযানিক দল।

বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সিটিসি র্যাব-১৩’র নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় তারা কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে।
আটকৃতরা হলেন- মিজানুর রহমান (৩৫) কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে লিটন মিয়া (৩০), কাটাবাড়ী ইউনিয়নের আব্দুল কুদ্দুস শেখের ছেলে, বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে পরীক্ষা করে প্রাথমিকভাবে আলস কষ্টি পাথরের মূর্তি বলে ধারণা করা হয়েছে।
শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য দুদকের চিঠি
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।