জুমবাংলা ডেস্ক: মহামারির প্রকোপ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতেও সুখবর মিলেছে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে। গেল জুলাই মাসে তাদের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে।
কাস্টম হাউস সূত্র জানায়, গতকাল শেষ হওয়া জুলাই মাসে ৪ হাজার ৮৩৮ কোটি ৫১ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৪৮২ কোটি টাকা। ফলে আহরিত রাজস্বের বিশ্ব অর্থনৈতিক মন্দা পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে ৩৫৬ কোটি ৫১ লাখ টাকা বেশি।
চলতি অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউসের (২০২২-২৩) রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৭৪ হাজার ২০৬ কোটি টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।