কাজের বাইরে কোনও সম্পর্ক নেই, মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে: শাকিব

পূজা-শাকিব

পূজা-শাকিববিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে কাজের বাইরে কোনও সম্পর্ক নেই বলে দাবি করে নায়ক শাকিব খান বলেছেন, ‘মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে।’

আজ পূজা চেরির সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন নায়ক শাকিব খান।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শাকিব লিখেছেন, ‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউ এর আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে একধরণের বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।’

শাকিব আরও লিখেন, ‘এখন আবার পূজা চেরীর নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে? এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবী, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?’

গুজব ছড়ালে আইনিভাবে কঠোর ব্যবস্থা নেবেন বলে হুশিয়ারি দিয়ে শাকিব খান লিখেন, ‘এসব ভূয়া বিষয় ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’