কোনরকম ঝামেলা ছাড়াই যেভাবে খুলবেন চ্যাটজিপিটি অ্যাকাউন্ট

চ্যাটজিপিটি

কোনরকম ঝামেলা ছাড়াই যেভাবে খুলবেন চ্যাটজিপিটি অ্যাকাউন্ট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট হচ্ছে চ্যাটজিপিটি (ChatGPT)। পরিসংখ্যান বলছে, মাত্র ৫ দিনে ১০ লাখ ব্যবহারকারী রেজিস্ট্রেশন করেছে এই চ্যাটবট প্লাটফর্মে। এই চ্যাটবটটির কাছে সব বিষয় সম্পর্কিত তথ্য রয়েছে। চ্যাটবটটি পরীক্ষার প্রশ্নের উত্তর লিখে দেওয়া, কোডিং করে দেওয়াসহ প্রায় সব প্রশ্নের উত্তর দিতে সক্ষম।

যেভাবে তৈরি করবেন চ্যাটজিপিটি অ্যাকাউন্ট-

প্রথমে OpenAI ওয়েবসাইটে যান: https://openai.com/

YouTube video player

এরপর Sign up বা Register বাটনে ক্লিক করুন।

এখন একটি ফর্ম আসবে। সেখানে নাম, ই-মেইল ঠিকানা এবং পাসওয়ার্ড লিখে ফিল আপ করুন।

আপনার ই-মেইল আইডিতে একটি ভেরিফাই লিঙ্ক আসবে।

এরপর আপনার মেইল থেকে OpenAI থেকে পাঠানো ইমেইলটি খুলে, সেখানে থাকা ভেরিফায়েড লিঙ্কে ক্লিক করতে হবে।

অ্যাকাউন্ট ভেরিফায়েড হয়ে গেলে আপনি OpenAI এর সেবাগুলো ব্যবহার করতে পারবেন।

রাস্তা খোঁজা ছাড়াও গুগল ম্যাপের ৭ চমৎকার ব্যবহার যা আপনাকে অবাক করবে