নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বিপুল পরিমাণ নকল সিগারেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) মহানগরীর কোনাবাড়ী এলাকার জরুনে বিশেষ অভিযানে এসব নকল সিগারেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আশিক (২০)। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার নলসোন্দা গ্রামের রেজাউল করিমের ছেলে। দীর্ঘদিন ধরে কোনাবাড়ীতে ভাড়া বাসায় থাকতেন তিনি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে স্থানীয় একটি গোডাউনে লুকিয়ে রাখা ৮ হাজার ৬৪০ প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়। উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য আনুমানিক ১০ লাখ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন। তিনি বলেন, ‘‘নকল সিগারেটের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আশিককে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’’
ওসি সালাহউদ্দিন আরও জানান, এই ধরনের অবৈধ কর্মকাণ্ড দেশের রাজস্ব ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি। এ ব্যাপারে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।