লাইফস্টাইল ডেস্ক : জীবনে একসঙ্গে থাকতে হলে কিছু ক্ষেত্রে মিল থাকতেই হয়। কিন্তু এমনও অনেকে আছেন, যাদের একজন ডানে গেলে অন্যজনের পছন্দ বাঁয়ের পথ।
একেবারে উলটো স্বভাবের মানুষের প্রেমে পড়েছেন, সম্পর্ক সামলাবেন কীভাবে? বিপরীত মেরুতেই যেন বসবাস অনেক দম্পতির।
আপনিও কি উল্টো স্বভাবের মানুষটাকেই মনের মানুষ করে নিয়েছেন? জেনে নিন বিপরীত স্বভাবের হয়েও কীভাবে সম্পর্কে ভালোবাসা ধরে রাখবেন:
• সঙ্গীর প্রতি বিশ্বাস রাখুন
• সম্পর্ক ভালো রাখতে কথায় কথায় সঙ্গীর সঙ্গে তর্কে জড়াবেন না
• সব সময় একসঙ্গে না থেকে সঙ্গীকে কিছু সময় নিজের মতো থাকতে দিন
• নিজেও সম্পর্কের একঘেঁয়েমি কাটাতে এই সময়টা নিজেও উপভোগ করুন
• সঙ্গীর শখে ও প্রয়োজনে পছন্দ না হলেও চেষ্টা করুন পাশে থাকতে
• সঙ্গী কী করছেন না ভেবে, নিজের দায়িত্ব পালন করুন
• কোনো কারণে রাগ আর অভিমান হলে এড়িয়ে না গিয়ে, যুক্তি দিয়ে সঙ্গীর সঙ্গে কথা বলুন
• তবে মত না মিললেই ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করা যাবে না
• সব অবস্থায় পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে।
বিপরীত মেরুর মানুষদেরও কিছু না কিছু তো মিল থাকে, খুঁজে দেখুন…
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।