ক্রিস জেনার আমেরিকার জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ত্ব, বিশিষ্ট ব্যবসায়ী ও তারকা কিম কার্দেশিয়ানের মা। ক্রিস জেনার বুলেটপ্রুফ গাড়ি ক্রয় করতে যাচ্ছেন। এ খবর ভাইরাল হওয়ার পর সবাই জানতে চাচ্ছে যে, কেনো হঠাৎ বুলেটপ্রুফ গাড়ির দরকার হচ্ছে।
ক্রিস জেনার জানায় যে, আমি একটি বিষয় নিয়ে বেশ চিন্তিত। এ ব্যাপারে এখনি সবাইকে বলতে চাচ্ছি না। তবে আমি মনে করি বুলেটপ্রুফ গাড়ি কেনার সিদ্ধান্ত সঠিক। ৩৮ বছয় বয়সী খোলি কার্দেশিয়ান মা জেনারকে প্রশ্ন করেছিলেন, তাকে কেউ গুলি করতে চায় কিনা।
খোলি কার্দেশিয়ান শুরুতে ভয় পেয়েছিলেন যে, তা মার জীবন হয়ত হুমকির মুখে আছে। এজন্য বাহিরে নিরাপত্তার কথা ভেবে বুলেটপ্রুফ গাড়ি ক্রয় করতে হচ্ছে। কে তাকে হত্যা করতে চাইবে বা গুলি করতে চাইবে এটা কার্দেশিয়ানের কাছে পরিষ্কার নয়। এ ব্যাপারে ক্রিস নিজেও স্পষ্ট উত্তর দেয়নি।
ক্রিসকে প্রশংসায় ভাসিয়ে দেন সন্তান খোলি কার্দেশিয়ান। তিনি বলেন যে, আমি সবসময় আম্মার কাছাকাছি থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আম্মার ঘরের পাশেই আমি অবস্থান করি। সময় পেলেই একসাথে অনেক গল্প করি। কোথাও ঘুরতে গেলে একসাথে রেডি হই। আমাদের দুই জনের সুন্দর মুহূর্ত আমি অনেক ভালোবাসি।
ক্রিস জেনার জানান যে, বর্তমানে তিনি বেশ সুস্থ। তার বয়স হচ্ছে। কোমড়ের যন্ত্রণায় ভুগছেন তিনি। নিয়মিত ডাক্তার দেখাচ্ছি। এক্স-রে, এমআরআই করানো হচ্ছে। আমি আসলে জানতে চাই কেনো এত যন্ত্রণায় ভুগছি। আশা করি ডাক্তার চিকিৎসার মাধ্যমে আমাকে সুস্থ করে তুলবে।
ক্রিস জেনার নিজের শারীরিক অবস্থা নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন। বড় ধরনের সার্জারি করানোর দরকার হতে পারে। খোলি কার্দেশিয়ান তাকে সবসময় ইতিবাচক চিন্তা করতে পরামর্শ দেন। খারাপ চিন্তা মাথায় আনলে তিনি আরও অসুস্থ হতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।