Advertisement
জুমবাংলা ডেস্ক : সচরাচর তদবিরের মাধ্যমেই কর্মকর্তাদের বদলি বা পদায়নের ঘটনা দীর্ঘদিনের। এক্ষেত্রে উঠে নানা অভিযোগও। তবে এবার ব্যতিক্রম হলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি)। রোববার (৯ ফেব্রুয়ারি) সাব ইন্সপেক্টর পদমর্যাদার ৫০ কর্মকর্তাকে যোগ্যতার ভিত্তিতে বাছাই করে লটারির মাধ্যমে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।
সরাসরি নিয়োগ পাওয়া সাব-ইন্সপেক্টর, বিভাগীয় সাব-ইন্সপেক্টর ও কয়েকজন সার্জেন্টসহ মোট ৫০ জন এসআই পদ-মর্যাদার পুলিশ কর্মকর্তাকে ২ বছর প্রশিক্ষণ শেষে যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি স্থায়ী করা হয়। এরপর লটারির মাধ্যমে তাদের পদায়নের নির্দেশ দেন সিএমপি কমিশনার মাহবুবর রহমান। যা এরআগে দেখা যায়নি।
কর্মকর্তারা বলছেন, টেকসই ও মেধাবী পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টাকে এ ধরনের উদ্যোগ অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।