কোন প্রসাধনী কত দিন ধরে ব্যবহার করা উচিত জানেন?

প্রসাধনী ব্যবহার

প্রতিটি প্রসাধনীরই নির্দিষ্ট ব্যবহারকাল রয়েছে। অথচ অনেকে অজান্তেই সময়সীমা পেরিয়ে গেলেও প্রসাধনী ব্যবহার করেন। নামি দামি ব্র্যান্ডের প্রসাধনী কিনে অনেকেই ভাবেন পরে ব্যবহার করবেন বা অল্প অল্প করে অনেকদিন ধরে ব্যবহার করবেন। এই অভ্যাস কিন্তু ত্বকের জন্য ক্ষতিকর। প্রতিদিন ব্যবহৃত কাজল বা ফাউন্ডেশনও নির্ধারিত সময়ের পরে ত্বকে সমস্যা সৃষ্টি করতে পারে। অনেক ত্বকের সমস্যা পুরনো প্রসাধনী দীর্ঘদিন ব্যবহারের ফলেই হয়। তাই জেনে নিন, কোন প্রসাধনী কতদিন পর্যন্ত ব্যবহার করা নিরাপদ।

প্রসাধনী ব্যবহার

পাউডার ফাউন্ডেশন
প্যাকেট খোলার পর থেকে ১৮ মাস ব্যবহার করতে পারবেন। তার বেশি এক দিনও নয়।

তরল ফাউন্ডেশন
তরল ফাউন্ডেশন দীর্ঘ সময় ধরে ব্যবহার করার অভ্যাস আছে অনেকেরই। শিশির নীচে ফাউন্ডেশন শুকিয়ে গেলেও তা বার করে মুখে মাখেন অনেকে। তরল ফাউন্ডেশন এক বছরের বেশি ব্যবহার করা ঠিক নয়।

লিপস্টিক
ম্যাট হোক বা জেল, ৬ মাসের বেশি একটি লিপস্টিক ব্যবহার করা ঠিক নয়।

মাসকারা
একটি মাসকারা যদি বছরখানেক ধরে ব্যবহার করেন, তা হলে চোখে সংক্রমণ হতে বাধ্য। মাসকারা খুব বেশি হলে তিন মাস ব্যবহার করলেই ভাল। তার বেশি নয়।

আইলাইনার
একটি আইলাইনার কিনে বহু দিন ধরে তা ব্যবহার করেন অনেকে। কিন্তু ত্বক চিকিৎসকেরা বলেন, একটি আইলাইনার তিন মাসের বেশি ব্যবহার করা ঠিক নয়।

বিএনপির সংবাদ সম্মেলন আজ

এর পাশাপাশি অবশ্যই প্রসাধনী কেনার সময়ে মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় দেখে নেবেন। সেই সময়ের মধ্যেই ব্যবহার করা ভাল।