স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি নামলেই তো রেকর্ড! গোল করা বা অ্যাসিস্ট, আরও কত কি। সর্বশেষ ত্রয়ার বিপক্ষে ৪-৩ গোলের জয় পায় পিএসজি। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ত্রয়া এভাবে কাঁপিয়ে দেবে ফরাসি জায়ান্টদের কে জানত। দুই দুইবার ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মেসি-নেইমারের নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ ওয়ানের ক্লাবটি। যে ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেন মেসি। যার সুবাদে বেশ কয়েকটি রেকর্ডের আরও সামনে চলে যান আর্জেন্টাইন তারকা। ক’দিন আগে ক্লাব ক্যারিয়ারের ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন ত্রিশ্চিয়ানো রোনালদো। এবার পালা মেসির। আর পাঁচটি গোল দূরে আছেন তিনি।
শুধু ক্লাব ক্যারিয়ারের ৭০০ গোল নয়। আরও পাঁচ রেকর্ড ডাকছে মেসিকে। এখন দেখার অপেক্ষা কোনটি আগে স্পর্শ করেন লিও। আর সাতটি ম্যাচ খেললে ক্যারিয়ারের হাজার ম্যাচের ল্যান্ডমার্কেও পৌঁছে যাবেন তিনি। সামনে কাতার বিশ্বকাপ। সেখানেও গোল করলে মিলবে দেশের হয়ে গোলে সেঞ্চুরি। যদিও সেটা এবারই ছোঁয়া কঠিনই হবে মেসির জন্য। এখনও ১০ গোল দূরে আছেন তিনি। ১০ গোল যদি আর্জেন্টিনার জার্সিতে করতে পারেন, তবেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম গোলের রেকর্ডটি গড়ে ফেলবেন।
এদিকে লা লিগা মাতানো মেসি এখন লিগ ওয়ানেও স্বরূপে আছেন। ফুটবল ক্যারিয়ারে লিগে তার সামনে ৫০০ গোলের হাতছানি। অর্থাৎ আর ১৩ গোল করলেই লিগে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন মেসি। এছাড়া ক্যারিয়ারের মোট ৮০০ গোলও ডাকছে তাকে। সেই ঘরে পা রাখতে মেসিকে করতে হবে আরও ১৫টি গোল। সম্প্রতি গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে নিয়মিত গোল করাচ্ছেন। ত্রয়ার বিপক্ষে ম্যাচের ৬২তম মিনিটে তার বানিয়ে দেওয়া বল থেকেই গোল করেন নেইমার। সেক্ষেত্রে আর পাঁচটি গোলে অ্যাসিস্ট করলেই ক্লাব ক্যারিয়ারে ৩০০ অ্যাসিস্টের তালিকায় নাম উঠে যাবে মেসির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।