স্পোর্টস ডেস্ক : গত বছরের ব্যর্থতা ভুলে ২০২০ সালে ‘নতুন চ্যালেঞ্জ’ নিতে চান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। নতুন চ্যালেঞ্জের হিসাবের ভেতর কোপা আমেরিকা জয়কে প্রাধান্য দিয়েছেন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়া এই স্ট্রাইকার।
নিজের বর্তমান ক্লাব পিএসজি নিয়ে জানালেন, এই পিএসজিই তার দেখা সেরা দল। নেইমার এসব জানিয়েছেন টাইমস অব ইন্ডিয়াকে ই-মেইলে দেয়া এক সাক্ষাৎকারে।
‘পেশাদার এবং ব্যক্তিগত জীবনে ২০১৯ সালটি আমার জন্য কঠিন ছিল। বছরটি ছিলো শেখার ও ঘুরে দাঁড়ানোর,’ জানিয়ে নেইমার বলেন, ‘আমি ইতিবাচক থাকতে চাই। যাতে ২০২০ ভালো যায়। আমি সবসময় নিজেকে ছাড়িয়ে যেতে চাই, আশা করছি সামনের প্রতিটি ম্যাচ আমার জন্য ভালো কিছু বয়ে আনবে।’
নেইমারকে পিএসজি দলে টেনেছিল চ্যাম্পিয়নস লিগ জয়ের টার্গেট রেখে। কিন্তু এখনো তা হয়নি। তবে এবার পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ের ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন নেইমার।
বললেন, ‘আমার মনে হয় এইবার চ্যাম্পিয়নস লিগ জয়ের ভালো সম্ভাবনা আছে। আমি পিএসজিতে আসার পর থেকে, আমার দেখা এই দলটাই সবচেয়ে বেশি শক্তিশালী। আমি জানি পিএসজি চ্যাম্পিয়নস লিগ জেতেনি, কিন্তু এবার আমরা লড়াই করব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।