
বার্সেলোনা কোপা দেল রের শেষ বত্রিশের ম্যাচে তৃতীয় সারির গুয়াদালাহারাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে। মূল একাদশের বাইরের খেলোয়াড়দের নিয়েও জয় এসেছে কাতালানদের কাছে।
গতকাল রাতে গুয়াদালাহারার মাঠে কোপা দেল রের ম্যাচে বার্সেলোনা ২-০ গোলে জয়ী হয়। হান্সি ফ্লিকের দলের জয়ে প্রথম গোলটি আসে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের ডেডলক ভাঙার পর, ব্যবধান বাড়ানো গোলটি করেন মার্কাস রাশফোর্ড।
ম্যাচের শুরুতে স্টেডিয়ামের অস্থায়ী গ্যালারির সমস্যা থাকায় খেলা আধা ঘণ্টা দেরিতে শুরু হয়। হান্সি ফ্লিকের পরিকল্পনায় এই ম্যাচে দলের নিয়মিত কয়েকজন খেলোয়াড়কে বিশ্রামে রাখা হয়েছিল, রোববার লা লিগায় তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের সঙ্গে মুখোমুখি হওয়ার আগে।
তৃতীয় স্তরের দল হলেও গুয়াদালাহারা বার্সার আক্রমণ বারবার প্রতিহত করার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি এবং বার্সেলোনা নিজের জয় নিশ্চিত করেছে।
প্রতিপক্ষের মাঠে ফেরান তরেস, রাফিনিয়া, পেদ্রিসহ আরও কয়েকজনকে বাইরে রেখে শুরুর একাদশ সাজান বার্সা কোচ। আর গোলপোস্টে জোয়ান গার্সিয়াকেও বিশ্রাম দিয়ে মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে সুযোগ দেন ফ্লিক। দীর্ঘ ২১২ দিন পর শুরুর একাদশে ফেরেন এই জার্মান গোলকিপার।
প্রত্যাশিতভাবে ম্যাচের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে ছিল বার্সেলোনার কাছে। তবে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে উল্লেখযোগ্য গোলের সুযোগ তৈরি করতে হিমশিম খেতে হয় সফকারীদের। ম্যাচে ৮০ শতাংশ বল ছিল বার্সার দখলে।
গোলশূন্য ড্রয়ের দিকে গড়ানো ম্যাচটি ৭৬ মিনিটে প্রাণ ফিরে পায়। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ক্রস থেকে হেডে বার্সাকে লিড এনে দেন ক্রিস্টেনসেন। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। সমতায় ফেরার কয়েকটি সুযোগ পেয়েছিল স্বাগতিকরা, তবে কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ৯০ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত রাশফোর্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



