বিনোদন ডেস্ক: অবকাশ যাপনে থাইল্যান্ডে গিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সেখানে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে সেখানে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করেছেন এ অভিনেত্রী।
রবিবার (২১ আগস্ট) ইনস্টাগ্রামে হাতির সঙ্গে তোলা বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন ফারিণ। সেখানে দেখা যাচ্ছে, কখনও তিনি হাতির শুর ধরে দাঁড়িয়ে আছেন, কখনও কোমর পানিতে, আবার কখনও বুক পানিতে নেমে হাতিকে কলা খাওয়াচ্ছেন।

হাতিটি প্রসঙ্গে ফারিণ লিখেছেন, ‘এই হাতিটির নাম ম্যাসন। তার বয়স ৬৭ বছর। হাতিটি হলুদ রঙের পাকা কলা খেতে পছন্দ করে। স্বভাবে খুবই শান্ত। মধ্য বয়সে ম্যাসনকে উদ্ধার করে কানজানা এলিফেন্ট স্যাংচুয়ারিতে নিয়ে আসা হয়। এটি এখন তার আবাস্থল।’
প্রসঙ্গত, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরব কবে’ নাটকে প্রথমবার পর্দায় দেখা মেলে তাসনিয়া ফারিণের। এরপর বহু নাটক-টেলিফিল্মে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও ওটিটিতে একের পর এক ভিন্নধর্মী কাজ দিয়ে আলোচনায় আছেন এই অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



