অস্ট্রেলিয়ান ক্রিকেটে স্বস্তির খবর। মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা সাবেক তারকা ব্যাটার ড্যামিয়েন মার্টিন অবশেষে ইন্ডিউসড কোমা থেকে জেগে উঠেছেন। পরিবার ও চিকিৎসকদের ভাষ্য—মার্টিনের শারীরিক অবস্থার উন্নতি “অপ্রত্যাশিতভাবে দ্রুত” এবং অনেকটাই “মিরাকল”-এর মতো।

৫৪ বছর বয়সী মার্টিনকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছিল গোল্ড কোস্ট ইউনিভার্সিটি হাসপাতালে। সেখানেই নিবিড় পরিচর্যায় থাকার পর ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসার প্রতি তার শরীর ইতিবাচক সাড়া দিচ্ছে এবং পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল।
মার্টিনের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট কোড স্পোর্টসকে বলেন, “কোমা থেকে বের হওয়ার পর সে এখন কথা বলতে পারছে, চিকিৎসায় সাড়া দিচ্ছে। তার পরিবারের মনে হচ্ছে, এটা যেন কোনো অলৌকিক ঘটনা। এত দ্রুত অবস্থার উন্নতি হয়েছে যে আইসিইউ থেকে অন্য ওয়ার্ডে নেওয়ার ব্যাপারেও তারা আশাবাদী।”
গিলক্রিস্ট আরও জানান, মার্টিনের সঙ্গী আমান্ডা বিশ্বাস করেন—বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের শুভকামনা, ভালোবাসা ও সমর্থন এই লড়াইয়ে মানসিক শক্তি জুগিয়েছে। “মানুষের ভালোবাসা যে কতটা শক্তিশালী হতে পারে, তারা সেটা গভীরভাবে অনুভব করেছে,” বলেন তিনি।
পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, “এই কঠিন সময়ে যে পরিমাণ সমর্থন ও শুভকামনা আমরা পেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ। গোল্ড কোস্ট ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসক দল অসাধারণ পেশাদারিত্ব ও মানবিকতা দেখিয়েছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আমাদের গোপনীয়তা সম্মান করার।”
মেনিনজাইটিস মূলত মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের সুরক্ষামূলক আবরণে প্রদাহ সৃষ্টি করে, যা জটিল হলে মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। সেই বিবেচনায় মার্টিনের দ্রুত উন্নতি চিকিৎসকদের কাছেও আশাব্যঞ্জক।
অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক সময়ের মার্জিত ব্যাটার মার্টিন ৬৭ টেস্টে করেছেন ৪,৪০৬ রান, গড় ৪৬.৩৭। ওয়ানডেতে ২০৮ ম্যাচে ৫,৩৪৬ রান করা এই ব্যাটার ২০০৩ বিশ্বকাপ ফাইনালে আঙুল ভাঙা অবস্থায় অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন।
ক্রিকেট থেকে অবসরের পর তিনি অনেকটাই আড়ালে থাকলেও মাঠের প্রতি ভালোবাসা কখনো কমেনি। আর এখন, মৃত্যুঝুঁকির মুখ থেকে ফিরে আসার এই লড়াইয়ে মার্টিন যেন আবারও দেখাচ্ছেন—কঠিন মুহূর্তে দাঁড়িয়ে থাকার মানে কী।
ক্রিকেট বিশ্ব আপাতত একটাই আশা করছে—এই ‘অলৌকিক প্রত্যাবর্তন’ যেন পূর্ণ সুস্থতায় শেষ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


