স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো লিয়োনেল মেসিরা।
লিওনেল মেসি আর হুলিয়ান আলভারেজের গোলে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারায় আর্জেন্টিনা।
লিটল ম্যাজিশিয়ান মেসি আর্জেন্টিনাকে এগিয়ে নেন শেষ ষোলোর ম্যাচে। ৩৫তম মিনিটে বাঁ পায়ের শটে অস্ট্রেলিয়ার জালে বল পাঠান মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে হুলিয়ান আলভারেজের পা থেকে আসে দ্বিতীয় গোল। তবে ম্যাচের ৭৭ মিনিটে গোল করে ব্যবধান কমান গুডউইন (২-১)। শেষ দিকে এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত এক সেভে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
ক্লাব ও জাতীয় দলের জার্সিতে আজ ছিল মেসির ১০০০তম ম্যাচ। গোল করেছেন ৭৮৯টি। আর জাতীয় দলে গোল ৯৪টি। বিশ্বকাপের নকআউট পর্বে এটি তার প্রথম গোল। এর সুবাদে বিশ্বকাপের গোলে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছেন মেসি।
বিশ্বকাপে ২১ ম্যাচে ৮ গোল করেন ম্যারাডোনা। ২৩ ম্যাচে এখন মেসির গোল ৯টি।
মেসির গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে আর্জেন্টিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।