বিনোদন ডেস্ক : বর্তমান সময়েও টালিউডের অন্যতম সেরা অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। যার আর একটি পরিচয়, কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিকের একমাত্র কন্যা হিসেবে। বাবা-মায়ের আদুরে মেয়ে কোয়েল। মল্লিক বাড়ির রাজকন্যে। ‘নাটের গুরু’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রবেশ তাঁর। টলিউড সুপারস্টার জিতের হাত ধরে একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যেমন সুন্দরী, তেমনি তাঁর দুর্দান্ত অভিনয় সবেতেই তিনি সুপারহিট। তবে এই অভিনেত্রীর আসল নাম কিন্তু কোয়েল নয়, কী নাম জানেন তাঁর?
শুধু জিত নয়, দেব, জিৎ, যীশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, সোহম, ইন্দ্রনীল সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো একাধিক দাপুটে অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। আর সব ছবিই বাংলা ইন্ডাস্ট্রিকে আরও শীর্ষে পৌঁছে দিয়েছে। বলা চলে, বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী হলেন কোয়েল। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিষয়ে তিনি পড়াশোনা করেছেন।
তবে যাই বলুন না কেন, বাংলা ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণার পরে অন্যতম সফল জুটির তালিকায় প্রথমেই জিত এবং কোয়েলের নামটা আসে। তবে শুধুমাত্র নাচের গানে কমার্শিয়াল ছবিতে আটকে রাখেননি অভিনেত্রী নিজেকে। এর বাইরেও একাধিক রহস্য রোমাঞ্চকর চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে রয়েছে, ‘হেমলক সোসাইটি’, ‘মিতিন মাসির’। তবে তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য কমার্শিয়াল চলচ্চিত্রগুলি হল, ‘পাগলু’, ‘হিরোগিরি’, ‘প্রেমের কাহিনী’, ‘বন্ধন’, ‘অরুন্ধতী’, ‘হাইওয়ে’, ‘রংবাজ’, ‘জানেমন’, ‘১০০℅ লাভ’।
প্রায় ৪০ ছুঁই ছুঁই অভিনেত্রীর বয়স, কিন্তু তাঁকে দেখে কে বলবে! টান টান ফিগারের অধিকারী এই অভিনেত্রীর রূপে মুগ্ধ তাঁর সকল ভক্তরা। তবে অভিনেত্রীর আসল নাম হল রুক্মিণী মল্লিক। ২০১৩ সালে সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। ২০২০ সালে তাঁর একটি পুত্র সন্তান হয়। যার নাম কবীর। স্বামী-পুত্র নিয়ে সুখের সংসার তাঁর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।