আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের সুপ্রিম কোর্টে রিট করা শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভীর বিরুদ্ধে জম্মু-কাশ্মীরে মুসলিম সংগঠনগুলোর সঙ্গে নিন্দা জানিয়েছে বিজেপি। পাশাপাশি দলের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করা হয়েছে। খবর-দ্য হিন্দুর।
শনিবার বিজেপির পক্ষ থেকে যৌথভাবে এ নিন্দা জানোনো হয়। উপত্যাকার বিজেপি নেতা মানজুর বাট এক বিবৃতিতে বলেছেন, আমরা তার (রিজভী) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। আমরা চাই এর কঠিন বিচার হউক। কোনো ব্যক্তি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে এবং তাদের পবিত্র গ্রন্থের বিরুদ্ধে কথা বলতে পারবে না।
অপর বিজেপি নেতা আলতাফ ঠাকুর শিয়া নেতার মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন।
তিনি বলেন, কোরআন ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও শান্তি শেখায় কিন্তু হিংসা নয়। সরকারের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাকে গ্রেফতার করা। তার এই বক্তব্য ধর্মবিরোধী এবং এই বক্তেব্যে বিশ্বের কোটি কোটি মুসলমান তাদের হৃদয়ে ব্যাথা পেয়েছেন।
জম্মু-কাশ্মীরের জাতীয় সম্মেলনের চেয়ারম্যান ও সংসদ সদস্য ফারুক আবদুল্লাহ এমন ঘটনাকে জঘন্য বলে উল্লেখ করেন। তিনি রিজভীর আবেদনের বিষয়টি বিনোদন হিসেবে দেখা উচিত নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, এটি বিতর্কিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত লেগেছে।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বিতর্কিত শিয়া নেতা ওয়াসিম রিজভী রিট দায়ের করেন। এরপর থেকেই বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও গ্রেফতারের দাবি উঠেছে রিজভীর বিরুদ্ধে।
এ ঘটনায় শিয়ান হায়দার-এ-কারার ওয়েলফেয়ার অ্যাসোশিয়েনে সভাপতি হাসনাইন জাফেরি রিজভীর শিরোচ্ছেদে ২০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেন।
এর আগে ভারতের মজলিস-এ-উলেমা-এ-হিন্দ এর সাধারণ সম্পাদক মাওলানা কালবে জাওয়াদ এবং লখনউয়ের আইশবাগ ঈদগাহের ইমাম মাওলানা খালিদ রশিদ ফারঙ্গী মহালি তীব্র নিন্দা জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তারা ওয়াশিম রিজভীর বিরুদ্ধে এ নিন্দা জানান। এ ছাড়া এমন বিতর্কিত কর্মকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



