বিনোদন ডেস্ক : পর্দায় ‘মন্দ লোক’ হিসেবে পরিচিত অভিনেতা আহমেদ শরীফ। অনেকদিন হলো অভিনয়ে একেবারেই অনিয়মিত তিনি। লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেওয়ায় এই খল অভিনেতার হাতে এখন অখণ্ড অবসর। দিন কাটান পবিত্র কোরআন পড়ে। সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় তিনি নিজেই জানিয়েছেন এ কথা।
আহমেদ শরীফ দেশের পাট চুকিয়ে থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি বেড়াতে এসে সংবাদকর্মীদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেসময় কোরআন শরীফ পড়ে সময় কাটানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যে কথাটি বলতে আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে তা হলো, আমি যখন সময় কাটানোর কষ্ট অনুভব করছিলাম তখন আল্লাহ আমাকে একটি পথ দেখিয়েছেন। আমি কোরআন পড়া শুরু করেছি। আমার মনে হলো, এখন তো অনেক সময় আছে, একটু বাংলা কোরআন শরীফ পড়ি তো, দেখি কী বলেছেন আল্লাহ তায়ালা!’
একদিনেই ১০ পারা কোরআন পড়েছেন উল্লেখ করে এসময় তিনি বলেন, ‘আমি এতটাই মুগ্ধ হয়েছি যে, একদিনেই ১০ পারা পড়া শেষ করেছি। আমার প্রচণ্ড ভালো লাগতে শুরু করল এবং অনেক কিছুই শিখতে পারলাম।’
এই খল অভিনেতা তার অতীতের ব্যস্ততম দিনগুলোর কথা তুলে আরও বলেন, ‘যখন সিনেমা জগতে ছিলাম সকাল আটটা বা নয়টায় এফডিসিতে যাওয়ার উদ্দেশ্যে বের হতাম। বাসায় ফিরতে রাত একটা বা দেড়টা বেজে যেত। কখন সূর্য উঠত, কখন ডুবত— কিছুই বুঝতাম না; কাজের মধ্যে ডুবে থাকতাম। খুবই ব্যস্ততায় সময় কাটত।’
এসময় আহমেদ শরীফ আরও জানান, প্রবাস জীবনে একেবারেই কাজহীন তিনি। কোরআন পড়ার পাশাপাশি টিভি দেখে, পত্রিকা ও বই পড়ে কাটে অবসর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।