জুমবাংলা ডেস্ক: বাজারে ২০ লাখ টাকা দাম হাকানো ‘নোয়াখালী কিং’ নামে ষাঁড়টি শেষমেশ ৪ লাখে বিক্রি হয়েছে। এত কম দামে বিক্রি হওয়ায় হতাশ ষাঁড়টির মালিক মোহাম্মদ উল্যা। হতাশ হয়ে তিনি জানিয়েছেন, ‘গরুর ব্যবসা আর করব না।’
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশীতে ‘বিসমিল্লাহ ডেইরি ফার্ম’-এর মালিক মোহাম্মদ উল্যা প্রথমে গরুটির দাম হাঁকিয়েছিলেন ৪০ লাখ টাকা। এই দামে কোনো ক্রেতা সাড়া না দিলে মালিক ২৫ লাখ টাকায় বিক্রির আশা করেছিলেন তিনি। কিন্তু শেষমেশ বাধ্য হয়ে ৪ লাখ টাকায় বিক্রি করেছেন।
৫৭ মণ ওজনের গরুটির মালিক মোহাম্মদ উল্যা জানান, তিনি আর গরু লালন-পালনের ব্যবসা করবেন না। নোয়াখালী কিং লালন-পালন করতে খরচের থেকে অন্তত তিন লাখ টাকা কমে বিক্রি হয়েছে। এখন তার খামারে আর আটটি গরু আছে, এগুলো বিক্রি করে তিনি খামার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মোহাম্মদ উল্যার দাবি, বিক্রির জন্য সর্বশেষ তিনি গরুটির দাম হাঁকিয়েছিলেন ২০ লাখ টাকা। ঈদের দুই দিন আগে দামাদামি করে ১৫ লাখ টাকা বলেছিলেন এক ব্যক্তি। কিন্তু তিনি কেনেননি। ঈদের আগের দিন এর দাম কমে ৫ লাখ টাকা বলেন একজন। এই দামেও বিক্রি হয়নি। পরে রাতে মাত্র চার লাখ টাকায় ষাঁড়টি বিক্রি করতে বাধ্য হন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।