জুমবাংলা ডেস্ক : চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষে গতবছরের চেয়ে এ বছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
উপদেষ্টা বলেন, চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষে গতবছরের চেয়ে এ বছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার চামড়ার মূল্য নির্ধারণী সভায় মূল্য চূড়ান্ত করা হবে।
স্টারলিংক ইন্টারনেট খরচ: বাংলাদেশে দাম, প্যাকেজ, সুবিধা এবং সেটআপ গাইড
তিনি বলেন, চামড়া মজুত কিংবা ব্যবস্থাপনায় কোনোভাবেই যাতে সিন্ডিকেট কাজ করতে না পারে সেজন্য তৎপর সরকার। এ বছর চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষে এতিমখানা এবং মাদরাসায় বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।