জুমবাংলা ডেস্ক : কোরবানির পশুর হাটে জাল নোট প্রতিরোধে ব্যাংকগুলোকে সেবা প্রদানের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, জাল নোট সম্পর্কে সচেতনতা তৈরিতে ব্যাংকগুলো ভিডিও প্রদর্শন করবে এবং শনাক্তকরণ বুথ স্থাপন করবে।
ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোন হাটে কোন ব্যাংক দায়িত্ব পালন করবে, বাংলাদেশ ব্যাংক তাও ঠিক করে দিয়েছে।। ঢাকার বাইরের হাটের ব্যাংকগুলোর দায়িত্ব নির্ধারণ করে দেবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ব্যাংকগুলোকে স্বাস্থ্যবিধি মেনে নির্দেশনা পরিপালনের নির্দেশ দিয়ে এতে বলা হয়, রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদিত পশুর হাটে ঈদের আগের রাত পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে বিরতিহীনভাবে নোট যাচাই-সংক্রান্ত সেবা দিতে হবে।
ঢাকার বাইরে, যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই, সেখানে বিভিন্ন ব্যাংকের দায়িত্ব সোনালী ব্যাংক বণ্টন করবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।