বিনোদন ডেস্ক : কোরিয়ার ‘টোয়াইস’ ব্যান্ডের তারকা নায়নকে ‘প্রেমপত্র’ দিতে গিয়েছিলেন এক জার্মান নাগরিক। বিষয়টি সামলাতে শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। গত বুধবার ঘটেছে এই ঘটনা। টোয়াইসের ম্যানেজাররা জানিয়েছেন যে তারা পুরো বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেবেন৷ কে-পপ সংক্রান্ত ইংরেজি ব্লগ ‘অলকেপপ’ জানিয়েছে এ ঘটনা।
দলটি জাপান থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছে বলে খবর পান সন্দেহভাজন ব্যক্তি। তিনি নিজেও টিকিট কাটেন। এরপর বিমানে উঠে কখনো গলার আওয়াজ চড়িয়ে আবার কখনো তার নিরাপত্তা দলের সঙ্গে বিবাদে জড়িয়ে নায়নের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। টোয়াইসের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে বিমানের ভেতরের একটি ছবিসহ ঘটনাটি প্রকাশ করার পর ফ্যানরা বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
দলটির ম্যানেজমেন্ট কম্পানি জেওয়াইপি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, কেমন করে তাদের বিমানের তথ্য প্রকাশ পেয়েছে এবং সেই টিকিট অনলাইনে বিক্রি হয়েছে তা খুঁজে দেখতে চায় তারা।উত্যক্তকারী সেই ব্যক্তিকে জার্মান নাগরিক বলে উল্লেখ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার পত্রপত্রিকায়। তার টুইটার ও ইউটিউব ঘেটে দেখা গেছে যে তিনি অনেক দিন ধরে সেখানে কে-পপ তারকা নায়নের সঙ্গে দেখা হবার বাসনা জানাচ্ছিলেন।
এই ঘটনার পর তিনি দাবি করেন, তিনি নায়নকে ‘প্রেমপত্র’ দিতে যাচ্ছিলেন এবং দলটির ম্যানেজাররা এ সময় তার গায়ে হাত দিয়েছেন। টুইটারে তিনি লেখেন, ‘ম্যানেজাররা কোনো কারণ ছাড়াই বিমানের ভেতর আমার ওপর আক্রমণ করেন৷ আমি শান্তভাবে নায়নকে আমার প্রেমপত্র দিতে গিয়েছিলাম। তখন দুইজন ম্যানেজার ঝাপিয়ে পড়েন৷ এগুলোর মানে কী?’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।