রোহিত শর্মার চেয়ে চাপটা বেশি ছিল বিরাট কোহলির ওপর। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রোহিত রানের দেখা পেলও টানা দুই ম্যাচেই ডাক মারেন কোহলি। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আবার নিজেদের জাত চিনিয়েছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।

শনিবার (২৫ অক্টোবর) সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে রোহিত ১২৫ বলে ১২১ ও কোহলি ৮১ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। তাদের ব্যাটে ভর করে ৯ উইকেটের বড় জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে ভারত।
ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় কোহলি বলেন, ‘এই খেলাটা সবসময় কিছু না কিছু শিখিয়ে যায়। আমি প্রায় ৩৭ বছরের হতে চললাম। এখনও রান তাড়া করাটা আমার মধ্যে থেকে সেরাটা বের করে আনে। সময় খারাপ হলে খেলাটা চ্যালেঞ্জিং। কিন্তু কঠিন পরিস্থিতিই আমার মধ্যে থেকে সেরাটা বের করে আনে।’
বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্তে আনা হচ্ছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম
রোহিতের সঙ্গে খেলে বরাবরই সফল হয়েছেন বিরাট কোহলি। তাদের জুটির সাফল্য নিয়ে কোহলি বলেন, ‘আসলে আমরা খেলাটার পরিস্থিতিটা বুঝতে শিখেছি। সেই ২০১৩ সালে এই অস্ট্রেলিয়া থেকেই আমাদের জুটিটা শুরু হয়েছে। আমরা জানি, একসঙ্গে যদি ২০ ওভার খেলি। বড় পার্টনারশিপ গড়ি, তাহলে যে কোনো ম্যাচ জিতিয়ে দেওয়া যায়। বিপক্ষও দলও সেটা জানে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



