কোহলিকে অধিনায়কের দায়িত্ব থেকে সরানোর নিয়ে মুখ খুললেন সৌরভ

কোহলিকে অধিনায়কের দায়িত্ব থেকে সরানোর নিয়ে মুখ খুললেন সৌরভ

স্পোর্টস ডেস্ক : অবশেষে হুট করেই বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে ওয়ানডে অধিনায়ক করে বিসিসিআই। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছাড়ার আগাম ঘোষণা দিলেও ওয়ানডে নিয়ে কিছুই বলেছিলেন কোহলি। নির্বাচকদের এই আকস্মিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল, তার ব্যাখ্যা দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি।

কোহলিকে অধিনায়কের দায়িত্ব থেকে সরানোর নিয়ে মুখ খুললেন সৌরভ
ফাইল ছবি

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বিভিন্ন সূত্রে জানতে পারে, কোহলিকে অধিনায়কের দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নির্বাচকরা এবং বিসিসিআইর ঊধ্র্বতন কর্মকর্তারা। এ প্রসঙ্গে কোহলির সঙ্গে তাদের কোনো ধরনের যোগাযোগ হয়নি। গতকাল বুধবারের (৮ ডিসেম্বর) ঘোষণার আগে ৩৩ বছর বয়সী তারকা ব্যাটসম্যানকে সরে দাঁড়াতেও বলা হয়নি। মানে কোনো আলোচনা ছাড়াই তাকে বরখাস্ত করা হয়েছে!

বিষয়টি নিয়ে জল ঘোলা হওয়ার আগেই সৌরভ জানালেন, নতুন অধিনায়ক নির্বাচন করার আগে কোহলির সঙ্গে কথা বলেছেন তিনি ও নির্বাচক চেয়ারম্যান। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে সাবেক অধিনায়ক বলেছেন, ‘এই সিদ্ধান্তটা বিসিসিআই ও নির্বাচকরা একসঙ্গে নিয়েছে। আসলে বিসিসিআই টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে বিরাটকে সরে না দাঁড়ানোর অনুরোধ করেছিল। কিন্তু সে মানেনি। আসলে নির্বাচকরা তখন সাদা বলের দুটি ফরম্যাটে ভিন্ন দুজন অধিনায়ক রাখাকে সঠিক মনে করেনি।’

‘তাই সিদ্ধান্ত নেওয়া হলো যে বিরাট টেস্ট অধিনায়ক হিসেবে থেকে যাবে এবং রোহিত সাদা বলের নেতৃত্ব নেবে। প্রেসিডেন্ট হিসেবে আমি ব্যক্তিগতভাবে বিরাট কোহলির সঙ্গে কথা বলেছিলাম এবং নির্বাচকদের চেয়ারম্যানও তার সঙ্গে আলাপ করেছিল। রোহিত শর্মার নেতৃত্বের সামর্থ্যের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং বিরাট টেস্ট অধিনায়ক থাকবে। বিসিসিআই হিসেবে আমরা আত্মবিশ্বাসী যে ভারতীয় ক্রিকেট ভালো দুজনের হাতে আছে। সাদা বলের ফরম্যাটে অধিনায়ক হিসেবে অবদান রাখায় আমরা বিরাট কোহলিকে ধন্যবাদ জানাই।’ যোগ করেন সৌরভ

ওয়ানডের অধিনায়কত্ব পাওয়ার দিনে আজিঙ্কা রাহানেকে সরিয়ে টেস্টের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রোহিত। আগামী ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত। ১৯ জানুয়ারি থেকে তিন ওয়ানডের সিরিজে মাঠে নামবে দল দুটি।

ভারতের পরাজয় নিয়ে এবার মুখ খুললেন আফ্রিদি