স্পোর্টস ডেস্ক: বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ টেনিস খেলোয়াড়দের অন্যতম সুইস তারকা রজার ফেদেরার। কেউ কেউ মনে করেন, ফেদেরারই টেনিস ইতিহাসে সর্বকালের সেরা। এখনও পর্যন্ত ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। আর সেই ফেদেরারই টেনিস-চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিরাট কোহলিকে।
বিরাট কোহলি আবার এই প্রজন্মের সেরা ব্যাটসম্যানদের অন্যতম। অনেকের মতে, কোহলিই হলেন এই সময়ের সেরা ব্যাটসম্যান। যিনি কোনও চ্যালেঞ্জের মোকাবিলাতেই পিছিয়ে যান না।
সোশ্যাল মিডিয়ায় ফেদেরার নিজের একটা ভিডিও পোস্ট করে আরও অনেকের সঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়েছেন কোহলিকেও। টুইটারে সেই ভিডিওতে ফেদেরার লিখেছেন, এটা একটা অনায়াস একক ড্রিল। দেখা যাক, কেমন করতে পারো। একটা ভিডিও পাঠিয়ে দিও জবাবে। আমি কিছু টিপস পাঠিয়ে দেবো। আর নিজের টুপিটা বুদ্ধিমত্তার সঙ্গে বেছে নিও।
আর টুইটারে সেই ভিডিওতে দেখা যায়, সাদা জামায় টুপি পরে ফেদেরার দেওয়ালে বল মারছেন টেনিস র্যাকেট দিয়ে। সেটাই ফেদেরার করতে বলেছেন কোহলিদের। কোহলি ছাড়া আর যাদের তিনি এই চ্যালেঞ্জ পাঠিয়েছেন, তারা হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, টনি ক্রুস, জিয়ানলুইগি বুফোঁ, লুকা মদরিচ।
How else are you guys #TrainingFromHome @tonikroos @gianluigibuffon @imVkohli @tombrady @trevornoah @luka7doncic @billgates @swish41 @cristiano @alexzverev @cocogauff @kensingtonroyal @realhughjackman @rafaelnadal @stephencurry30 @therock @beargrylls @coldplay https://t.co/N8BHl4v0HR
— Roger Federer (@rogerfederer) April 7, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।