স্পোর্টস ডেস্ক : ভিরাট কোহলিকে টপকে আইসিসির ওয়ানডে ব্যাটার র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পাকিস্তানের বাহাতি ওপেনার ইমামুল হক। আর শীর্ষ স্থান ধরে রেখেছেন পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আযম।
আইসিসি থেকে প্রকাশিত সবশেষ র্যাংকিংয়ে দেখা যায় ওয়ানডে ব্যাটারদের শীর্ষে থাকা বাবর আযমের র্যাটিং ৮৯২। ভারতের সাবেক অধিনায়ক কোহলির র্যাটিং ৮১১ আর হালনাগাদ করা এই তালিকায় কোহলিকে টপকে দ্বিতীয়স্থানে উঠে আসার ইমামুলের র্যাটিং ৮১৫।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ওয়ানডে ক্রিকেটে বাবর আযমের চেয়েও ফর্মে আছেন ইমামুল। শেষ সাতটি আন্তর্জাতিক ইনিংসে ৫০ এর উপরে রান করেছেন তিনি। এই তালিকায় সবার উপরে আছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তী ব্যাটার জাভেদ মিয়াদাঁদ। টানা ৯টি ইনিংসে ৫০ এর বেশি রান করার রেকর্ডটি তার দখলে। পরবর্তী দুইটি ইনিংসে নিজের রানা ধারা অব্যাহত রাখতে পারলে জাভেদ মিয়াদাঁদের রেকর্ডের পাশে নিজের নামটি তুলতে পারবেন ইমামুল। শেষ ছয় ওয়ানডেতে তার রানের সংখ্যা ৪৮৭ । যার মাঝে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইটি শতকও আছে।
হলনাগাদ করা র্যাংকিংয়ে টেস্টে ব্যাটারদের তালিকায় আবারো শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ডে সাবেক অধিনায়ক জো রুটের নাম। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ১১৫ রানের ইনিংস খেলে দলকে জেতানোর পর নটিংহাম টেস্টের প্রথম ইনিংসেও ১৭৬ রান করেন এই ব্যাটার। রুটের বর্তমান র্যাটিং ৮৯৭। এর রুটের কাছে শীর্ষস্থান হারানো অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেন ৮৯২ র্যাটিং নিয়ে নেমে এসেছেন দ্বিতীয় স্থানে।
তবে টেস্টে বোলারদের র্যাংকিংয়ে আসেনি বলার মত কোন পরিবর্তন। ৯০১ র্যাটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক পাট ক্যামিন্স। পরে দুইটি স্থানে ভারতের দুই বোলার যথাক্রমে রবি চন্দ্র অশ্বিন ও জাসপ্রিত বুমরাহ। পরের স্থানে আছেন তাদেরই চীরপ্রতিদ্বন্ধী পাকিস্তানের গতি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি আর পঞ্চম স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।