নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ব্যাট হাতে ভালো করতে পারেননি বাবর আজম। ওপেনিংয়ে নেমে ২৯ রানে আউট হয়ে যান তিনি। পাকিস্তান ২৪২ রানে অলআউট হয়ে ৫ উইকেটে হেরেছে ম্যাচটি।
তবে ২৯ রানের ইনিংস খেলার পথেই রেকর্ড গড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর। ওয়ানডে ক্রিকেটে হাশিম আমলার সঙ্গে যৌথভাবে দ্রুততম ৬ হাজার রানের রেকর্ড গড়েছেন তিনি। পেছনে ফেলেছেন ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলিকে।
বাবর ১২৩ ইনিংসে ওয়ানডের ৬ হাজার রান করেছেন। তার সমান ইনিংস খেলে ২০১৫ সালে ভারতের বিপক্ষে ৬ দ্রুততম হাজার রান করেন আমলা। ভিভ রিচার্ডসের ১৯৮৯ সালে গড়া রেকর্ড ও কোহলির গড়া ২০১৪ সালের রেকর্ড ভাঙেন প্রোটিয়া ওপেনার।
এবার বাবর বসলেন আমলার পাশে। তালিকায় বিরাট কোহলি তিনে নেমে গেছেন। সমান ইনিংসে ৬ হাজার রান করলেও আমলা রেকর্ডটি আগে গড়ায় তার নাম আছে শীর্ষে। কোহলি ১৩৬ ইনিংসে ৬ হাজার রানের রেকর্ড গড়েন।
এর আগে বাবর আজম দ্রুততম ওয়ানডের ৫ হাজার রানের কীর্তি গড়েন। তিনি ৯৭ ইনিংসে ওয়ানডের ৫ হাজার রান পূর্ণ করেন। দ্রুত ৪ হাজার রানের কীর্তিতে দ্বিতীয় অবস্থানে আছেন বাবর। শীর্ষে থাকা আমলার চেয়ে ১ ইনিংস বেশি খেলে ৪ হাজার রান করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।