কোহলিকে টপকে নতুর রেকর্ড বাবরের

Babor

নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ব্যাট হাতে ভালো করতে পারেননি বাবর আজম। ওপেনিংয়ে নেমে ২৯ রানে আউট হয়ে যান তিনি। পাকিস্তান ২৪২ রানে অলআউট হয়ে ৫ উইকেটে হেরেছে ম্যাচটি।

Babor

তবে ২৯ রানের ইনিংস খেলার পথেই রেকর্ড গড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর। ওয়ানডে ক্রিকেটে হাশিম আমলার সঙ্গে যৌথভাবে দ্রুততম ৬ হাজার রানের রেকর্ড গড়েছেন তিনি। পেছনে ফেলেছেন ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলিকে।

বাবর ১২৩ ইনিংসে ওয়ানডের ৬ হাজার রান করেছেন। তার সমান ইনিংস খেলে ২০১৫ সালে ভারতের বিপক্ষে ৬ দ্রুততম হাজার রান করেন আমলা। ভিভ রিচার্ডসের ১৯৮৯ সালে গড়া রেকর্ড ও কোহলির গড়া ২০১৪ সালের রেকর্ড ভাঙেন প্রোটিয়া ওপেনার।

এবার বাবর বসলেন আমলার পাশে। তালিকায় বিরাট কোহলি তিনে নেমে গেছেন। সমান ইনিংসে ৬ হাজার রান করলেও আমলা রেকর্ডটি আগে গড়ায় তার নাম আছে শীর্ষে। কোহলি ১৩৬ ইনিংসে ৬ হাজার রানের রেকর্ড গড়েন।

ডিপিএলের পারিশ্রমিক নিয়ে গুরুতর অভিযোগ তুললেন মুনিম

এর আগে বাবর আজম দ্রুততম ওয়ানডের ৫ হাজার রানের কীর্তি গড়েন। তিনি ৯৭ ইনিংসে ওয়ানডের ৫ হাজার রান পূর্ণ করেন। দ্রুত ৪ হাজার রানের কীর্তিতে দ্বিতীয় অবস্থানে আছেন বাবর। শীর্ষে থাকা আমলার চেয়ে ১ ইনিংস বেশি খেলে ৪ হাজার রান করেন তিনি।