বিরাট কোহলি-আনুশকা শর্মা দুজনই স্ব মহিমায় উজ্জল তারাকা। তাদের এই জুটি ক্রিকেট বিনোদন জগতের অন্যতম সেরা জুটি। সম্প্রতি মা হ্যেছেন আনুশকা। এর পর থেকে স্ত্রীকে কাছছাড়া করতে চান না বিরাট। তাই তো আরব আমিরাত হোক বা ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা সফর, সবসময় আনুশকা-ভামিকাকে সঙ্গে নিয়েই বিদেশ সফরে যাচ্ছেন বিরাট কোহলি।
বৃহস্পতিবার সেঞ্চুরিয়ানে এক ঐতিহাসিক টেস্ট জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া। ক্যাপ্টেনসি বিতর্ক, ব্যাট হাতে লাগাতার ব্যর্থতার মাঝেই এই জয় অনেকটাই স্বস্তি দিয়েছে বিরাটকে। দক্ষিণ আফ্রিকার ঘরের মাটিতেই ১১৩ রানে প্রথম ম্যাচ জিতে দুরন্তভাবে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করল ভারতীয় দল। আর ভারতীয় জয়ের সঙ্গে সঙ্গেই ফের আরেকটি রেকর্ড নিজের পকেটে পুড়লেন অধিনায়ক বিরাট কোহলি।
রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি সকলের অধরা এক নজির এদিন গড়া হয়ে গেল ক্যাপ্টেন কোহলির। ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে মেলবোর্নের পর দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান, কোহলিই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি একাধিক বক্সিং ডে (২৬ ডিসেম্বর) টেস্ট ম্যাচ জিতলেন।
আর এই ঐতিহাসিক সাফল্যের পর ইনস্টাগ্রামে স্বামীর এক বিশেষ ছবি পোস্ট করলেন আনুশকা শর্মা। সেখানে যুদ্ধ জয়ের চওড়া হাসি ধরা পড়ল বিরাটের মুখে। টি-শার্ট, ব্ল্যাক শর্টস আর হলুদ টুপিতে বিরাট বসে রয়েছেন এক টেবিলের উপর। ক্যাপশনে লেখা, ‘দক্ষিণ আফ্রিকার মনোরম দৃশ্য উপভোগ করছি’।
ব্যাটার কোহলি প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে সফল না হলেও, অধিনায়ক হিসেবে কিন্তু ১০০-তে ১০০ নম্বর পেলেন। তাও আবার বৃষ্টিতে দ্বিতীয় দিনের গোটা খেলা ভেস্তে যাওয়ার পর। তাই দারুণ খুশি বিরুশকা তা বলাই যায়।
বুধবার বিরাটের চিয়ার লিডার হিসাবে সেঞ্চুয়ারিয়ান স্টেডিয়ামে হাজির ছিল আনুশকা আর ভামিকা। মায়ের কোলে চুপটি করে বলে বাবার ব্যাটিং ফলো করছিল ১১ মাসের ভামিকা। সাদা রঙা ফ্রক পরে, ঝোটন বেঁধে ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিল ভামিকা। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভামিকার ছবি, তবে সমস্ত ফ্যানক্লাবগুলোই ভামিকার মুখটা স্টিকার ইমোজি দিয়ে ঢেকে দিয়েছেন।
ভামিকার জন্মের আগেই আনুশকা স্পষ্ট জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া থেকে মেয়েকে দূরে রাখতে চান তাঁরা। বিরাটের সঙ্গে সম্মিলিতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চলতি বছর জানুয়ারিতেই মেয়ের মা হয়েছেন আনুশকা। আপতত মেয়েকে নিয়েই আনুশকা গোটা জগত, অভিনয়ের দুনিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি।
২০১৮ সালে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছে বিরাট ঘরনিকে। প্রযোজনার কাজ সমানতালে চালিয়ে গেলেও অভিনয়ে এখনই ফিরছেন না আনুশকা তা ঝুলন গোস্বামীর বায়োপিক থেকে সরে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।