কোহলির দানবীয় ব্যাটিং দেখে আনন্দে নেচেছেন আনুশকা

কোহলি-আনুশকা

স্পোর্টস ডেস্ক : আড়াই বছরের দীর্ঘ রানখরা কাটিয়ে আবারও রাজার বেশে ফিরেছেন বিরাট কোহলি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই তিনি ব্যাট হাতে নায়ক। তার ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংসেই পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পায় ভারত। এরপর গোটা বিশ্ব থেকে ভেসে আসছে কোহলির প্রশংসা।
কোহলি-আনুশকা
অনেকেরই জানার আগ্রহ, ক্রিকেটের সবচেয়ে জমজমাট ম্যাচটি চলাকালীন কী করছিলেন আনুশকা শর্মা?

বিরাট কোহলির জীবনসঙ্গী বলিউড অভিনেত্রী আনুশকা সোশ্যাল সাইটের মাধ্যমে জানিয়েছেন নিজের অনুভূতির কথা। এর আগে কোহলি বাজে পারফর্ম করলে কিছু লোক আনুশকাকে দায়ী করে আক্রমণ করে বসত। এখন দিন বদলে গেছে। কোহলি একটু একটু করে ভারতকে জয়ের দিকে নিয়ে গেছেন, আনুশকা নেচে উঠেছেন। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তুমি সুন্দর, তুমি অনিন্দ্যসুন্দর! আজ রাতে তুমি মানুষের মন আনন্দে ভরিয়ে দিয়েছ। তাও আবার দীপাবলির আগে।’

আনুশকা আরো লিখেছেন, ‘আমার ভালোবাসা, তুমি অসাধারণ একজন মানুষ। আমি এইমাত্র আমার জীবনের সেরা ম্যাচটা দেখলাম। আমাদের ছোট্ট মেয়ে হয়তো বুঝতেও পারবে না, কেন তার মা রুমের মধ্যে এভাবে নেচেছে আর চিৎকার করেছে! একদিন হয়তো সে বুঝবে যে এই রাতে তার বাবা জীবনের সেরা ইনিংসটা খেলেছে। সেটাও আবার কঠিন একটা সময় পার করে আসার পর…তোমাকে নিয়ে অনেক অনেক গর্বিত।’ জীবনসঙ্গীর পোস্টে কোহলি কমেন্ট করেছেন, ‘সব সময় প্রতিটি মুহূর্তে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আমার ভালোবাসা। তোমাকে অনেক ভালোবাসি।’

বিলাসবহুল ইয়টে বসে দেখা যাবে কাতার বিশ্বকাপের ম্যাচ!