স্পোর্টস ডেস্ক : ফর্ম খারাপের দিকে গেলে খেলোয়াড়দের নিয়ে সমালোচনা তৈরি হয়, যুগ যুগ ধরে এটাই তো হয়ে আসছে। বিরাট কোহলিকে নিয়েও সম্প্রতি বিস্তর সমালোচনা হচ্ছে। কিন্তু ফর্ম কি এতটাই খারাপ যে তাকে নিয়ে লোকেরা কটু কথা বলবেন? পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম এমনটা মোটেই মনে করেন না। তার দৃষ্টিতে কোহলি এখনও ভারত দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।
কোহলি সাম্প্রতিক সময়ে যেমন খেলছেন, সেটা নাকি তার সঙ্গে যায় না! অনেকের যুক্তি এমনটাই। যে কারণে খোদ ভারতীয় সমর্থকেরাও তাকে নিয়ে নিন্দা করছেন। ওয়াসিম এ বিষয়টির ঘোর বিরোধিতা করেছেন। স্টার স্পোর্টসের সঙ্গে এ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ফর্ম সাময়িক। কিন্তু কোহলি অনন্য সাধারণ ক্রিকেটার।
ওয়াসিম বলেন, ‘আমি গত বছর বা তারও খানিক আগে থেকে শুরু করতে চাই। সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে, ভারতীয় সমর্থকেরা কোহলির বিরোধিতা করছে! সেই তালিকায় আছে সংবাদমাধ্যমও! অহেতুক কোহলির সমালোচনা চলছে। ওর বয়স মাত্র ৩৩। ও সর্বকালের অন্যতম সেরাদের একজন। কোহলি অনন্য সাধারণ। ফর্ম কিন্তু সাময়িক। ক্লাস আজীবনের।’
তিন ফরম্যাটে আলাদা আলাদাভাবে বিরাট কোহলির গড় ৫০ এর ওপরে। যেটাকে গ্রেটনেসের লক্ষণ হিসেবেই ধরে নেয়া যায়। ওয়াসিমও তার বক্তব্যে এ বিষয়টি নিয়ে কথা বলেছেন। তার ভাষ্য, ‘তিন ফরম্যাট মিলিয়ে কোহলির গড় ৫০ এর ওপরে। ও এখনও দুরন্ত ফিট। ভারতীয় স্কোয়াডে এখনও অন্যতম সেরা ফিল্ডার। এটাই বিরাট কোহলি।’
ফর্ম হারানো কোহলি দ্রুতই রান পাবেন বলে মনে করেন সুইং কিংখ্যাত পাকিস্তানি পেসার। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে ও রান করবে। ধৈর্য্য ধরতে হবে। ভারতে আমি দেখেছি, যখন কোনো প্লেয়ার ৩২-৩৩ এর কোটায় চলে আসে, তখনই তাকে দল থেকে ঠেলে সরিয়ে দেয়ার চেষ্টা চলে। মাথায় রাখা হয় না তার অবদানের কথা। কোহলির ব্যাপারে ধৈর্য্য ধরতে হবে। কোহলির মতো যে সকল গ্রেটরা ভারতীয় ক্রিকেটের সেবা করেছে, তাদের কিছু ব্যর্থতা মেনে নেয়া যায়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।