স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পর সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। সেটাও আবার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৭১ নম্বর আন্তর্জাতিক সেঞ্চুরি পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ১০২০ দিন। ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী মনে করছেন, এই সেঞ্চুরি করে কোহলির কাঁধের উপর থেকে বড় বোঝা নেমে গেছে।
এবার অনেক শান্ত মনে খেলতে পারবেন ভারতের সাবেক অধিনায়ক। দীর্ঘদিন ধরে কোহলিকে কাছ থেকে দেখার সুবাদে খুশি শাস্ত্রী।
কোহলির ইনিংসের পর সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী বলেছেন, ‘মনে হয় এবার কোহলির পাঁচ কেজি ওজন কমে গেছে। দয়া করে জিজ্ঞাসা করবেন না কোথা থেকে ওজন কমেছে। নিঃসন্দেহে তার মাথা থেকে পাঁচ কেজি ওজন কমেছে। তার ইনিংসের শেষ ৪০ রান দেখলেই বুঝতে পারবেন। সেই পরিচিত শট, সেই আত্মবিশ্বাস, সেই একাগ্রতা, বোলিংয়ের প্রতি সেই মারমুখী মানসিকতা আবার দেখা গেল। অনেক দিন পর সব দেখতে পেলাম।’
শাস্ত্রী আরও বলেছেন, ‘আপনারা ১০২০ দিনের কথা বলছেন। তার মধ্যে ৭০০ দিন আমি তার সঙ্গে ছিলাম। লম্বা সময়। সেই বোঝাটা তার কাঁধ থেকে নেমে গেছে। তার ৭১টা সেঞ্চুরি আছে। এরকম সাফল্য পাওয়ার পর কেউ যদি দুই বছর, আড়াই বছর, তিন বছর পর সেঞ্চুরি না পায়, লোকে তখন অবাক হয়ে যায়। আরে কোহলি নিজে তো একটা মানুষ। তার মনেও নিশ্চয়ই যন্ত্রণা কুরে কুরে খাচ্ছিল। সকালে ওঠার পর থেকে কোনো না কোনোভাবে তার মাথায় বিষয়টা ঘুরত।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।