স্পোর্টস ডেস্ক: কে সেরা, ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি নাকি পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়ক বাবর আজম?
তুলনাটা বেশ কিছু দিন ধরেই চলছে। আর এমন তুলনায় এবার বিরক্তি প্রকাশ করলেন বাবর নিজেই। তিনি চান, তার সঙ্গে তুলনা হোক জাভেদ মিঁয়াদাদ, ইনজামাম-উল হকদের মতো পাকিস্তানি কিংবদন্তিদের।
কোহলি ও বাবরকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের তালিকায় রাখা হয়। কোহলি গত ছয়-সাত বছর ধরেই বিশ্বের সেরা ব্যাটসম্যানের মর্যাদা পাচ্ছেন।
অন্যদিকে বাবর তার ক্যারিয়ার শুরুর দিকে টেস্টে অতটা ভালো করতে না পারলেও সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিকভাবে সফল। টেস্টেও রান পাচ্ছেন এখন।
কেন বিরাটের সঙ্গে তুলনা পছন্দ নয় বাবরের? কারণ, তিনি চান কোনও ভারতীয় নয়, পাকিস্তানি গ্রেটদের সঙ্গে তুলনা করা হোক তার।
বর্তমান ইংল্যান্ড সফরে এখন পাকিস্তান দলের সঙ্গে আছেন বাবর। সেখান থেকে টেলিকনফারেন্সে তিনি বলেছেন, আমাকে কারও সঙ্গে তুলনা করতে চাইলে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করুন। বিরাট কোহলি না। আমাদের জাভেদ মিঁয়াদাদ, ইউনিস খান, ইনজামাম উল হকের মতো কিংবদন্তি আছেন। তাদের সঙ্গে তুলনা হলে নিজের সাফল্য নিয়ে আরও গর্ব অনুভব করবো।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ানডে এবং ৮২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭ ও ২৭৯৪ রান করেছেন বিরাট কোহলি। যার মধ্যে সেঞ্চুরি রয়েছে ৭০টি ও অর্ধশত আছে ১০৪টি।
অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ২৬টি টেস্ট, ৭৪টি ওয়ানডে এবং ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ১৮৫০, ৩৩৫৯ ও ১৪৭১ রান করেছেন বাবর আজম। যার মধ্যে সেঞ্চুরি রয়েছে ১৬টি ও অর্ধশত আছে ৪১টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।