স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ওই জয়ই মোমেন্টাম ঠিক করে দেবে এমনই ছিল আশা। এরপরই উল্টো রথে ছুটতে শুরু করেছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের বিপক্ষে বড় হারের পর এবার ভারত ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে।
কোহলির স্লেজিং অভ্যাস নিয়ে জানে পুরো ক্রিকেট বিশ্ব। স্লেজিংকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন ভারতীয় এই তারকা ব্যাটার।
এবার মুশফিকুর রহিম নিজেই জানালেন যে, ভারতীয় এই তারকা ব্যাটার স্লেজিংয়ে কতটা পারদর্শী। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মুশফিক বলেছেন, কোহলি তাকে সব সময়ই স্লেজ করে থাকেন, ‘তার বিপক্ষে যখনই খেলি, সে সব সময় আমাকে স্লেজ করার চেষ্টা করে। কারণ সে ভীষণ লড়াকু মানসিকতার। সে কখনও ম্যাচ হারতে চায় না। আমি তার এবং ভারতের সঙ্গে লড়াইয়ের এই মানসিকতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভীষণ পছন্দ করি।’
উইকেটের পেছনে সবসময় সরব থাকেন মুশফিকও। সতীর্থদের চাঙা রাখতে নানাভাবে অনুপ্রাণিত করার চেষ্টা করেন। ইতোপূর্বে মুশফিকের উদযাপন নিয়ে ভারতীয় অনেক সমর্থকের আপত্তি করতে দেখা গেছে।
কোহলিকে কখনো স্লেজিং করেছেন কি না এমন প্রশ্ন করা হয় মুশফিককে। উত্তরে তিনি বলেন, ‘বিশ্বের কিছু ব্যাটার স্লেজিং ভালোবাসে এবং তেঁতে ওঠে। তাই আমি কখনোই তাকে (কোহলি) স্লেজ করিনি কারণ সে তেঁতে ওঠবে। আমি সবসময়ই আমার বোলারদের বলি যতটা সম্ভব দ্রুত তার উইকেট তুলে নাও।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।