নিজস্ব প্রতিবেদক: অবশেষে পরিবারের কাছে ফিরলেন রাজধানীর ঢাকার আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে থাকা চীনফেরত ৩১২ বাংলাদেশি। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) ১৫ দিনের বেশি সময় পর আশকোনায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন তারা।
সকাল ৮টা থেকে পৃথকভাবে ভাগ হয়ে হজক্যাম্প ছাড়েন ১১২ বাংলাদেশি। এর আগে শনিবার বাড়ি ফেরেন আরও ২০০ বাংলাদেশি।
সূত্র জানায়, চীনের উহান থেকে ফেরা বাংলাদেশিদের ১৫ দিনেরও বেশি সময় ধরে রাজধানীর আশকোনা হজক্যাম্পে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়। তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখানে করোনাভাইরাসের কোনও আলামত না পাওয়ায় সবাইকে শনিবার ও রবিবার ছেড়ে দেয়া হয়। পরে সব বাংলাদেশি নিজ দায়িত্বে ঘরে ফিরে গেছেন।
১ ফেব্রুয়ারি চীনের উহান থেকে দেশে আসেন ৩১২ বাংলাদেশি। এর পর তাদের আশকোনা হজক্যাম্প ও সম্মিলিত সামরিক হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়।
শনিবার বিকালে রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চীন থেকে ফেরা ৩১২ জনই সুস্থ রয়েছেন। তাদের কারোর মধ্যে কভিড-১৯ (করোনার নতুন নাম) এর কোনও লক্ষণ-উপসর্গ নেই।
চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম ধরা পড়ে। এ পর্যন্ত ১৬৬৫ জন করোনায় মারা গেছেন। এর মধ্যে ৭-৮ জন বাদে সবাই চীনা নাগরিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।