বিনোদন ডেস্ক : সানি লিওনের সঙ্গে সময় কাটাতে চান? প্রশ্নটা লকডাউনের বাজারে অত্যন্ত মুখরোচক তা বলার অপেক্ষা রাখে না। তিনি অবশ্য কোয়ারেন্টাইনে থেকে ফ্যান–ফলোয়ারদের সঙ্গে সময় কাটাতে চান। তা বলে এটা ভাবার কোনও কারণ নেই যে, তাঁর করোনাভাইরাস হয়েছে। ‘লকড আপ উইথ সানি’ শো-এর মূল বিষয়টা হলো করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে লকডাউন চলছে। বাড়িতে থেকে মানুষও একঘেয়ে অনুভব করছে। তখন এই একঘেয়েমি কাটাতে অনলাইন কোয়ারেন্টাইন চ্যাট শো শুরু করতে চলেছেন হৃদয়ে ঝড় তোলা বলিউড অভিনেত্রী সানি লিওন।
কীভাবে পাওয়া যাবে সানি লিওনকে? হার্টথ্রব এই নায়িকা প্রত্যেকদিন দুপুরে আসবেন ইনস্টাগ্রামে। সানি এই বিষয়ে বলেন, ‘এটা আমারই মস্তিষ্কপ্রসূত, যাতে আমার ভক্ত ও বিভিন্ন মানুষের সঙ্গে আনন্দ উপভোগ করা যায়। বিভিন্ন হালকা বিষয়ে আলোচনা করে আনন্দ নেওয়াই মূল লক্ষ্য। আর অনেক কিছু জানবার চেষ্টা করব।’
সানির এই খবর প্রকাশ্যে আসতেই নড়ে গিয়েছে নেটদুনিয়া। সানির সঙ্গে চ্যাট শো–তে অংশ নিতে মরিয়া সবাই। একবারটি যদি সানিকে কাছে পাওয়া যায়! অর্থাৎ মনের কথা প্রাণে পৌঁছে দেওয়া। বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গেও কথা বলবেন তিনি বলে খবর। কোয়ারেন্টাইনে সময় কাটানোর মুহূর্তে আলোচনায় মশগুল হয়ে পড়া আর কি। আসলে এখানে বাড়ি থাকার সময়টাকেই ইঙ্গিত করেছেন নায়িকা কোয়ারেন্টাইন হিসাবে। আর এখানেই সুকৌশলে বাড়িতে থেকে রোজগারের রাস্তা করে নিলেন সানি লিওন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



