বিনোদন ডেস্ক : সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন, তাদের বাড়ি, সংসার, সম্পর্ক নিয়ে কার না উৎসাহ থাকে। বিশেষ করে তারা আবার যদি অভিনেতা অভিনেত্রী হন তো কথাই নেই। অনেকেরই হয়ত খুব জানতে ইচ্ছে করে তাদের পছন্দের তারকারা কেমন বাড়িতে থাকেন? আর ভক্তদের কথা ভেবেই হয়ত তাই নিজের বাড়ি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্যাটরিনা কাইফ।
ছবিতে দেখা যায় নিজের বাড়িটা রঙিন আসবাবপত্র ও পেইনটিং দিয়ে সাজিয়ে তুলেছেন ক্যাট।
তিনি যখন ছবি তুলছিলেন, তখন আবার তার বোন ইসাবেলা ক্যামেরার সামনে পড়ে গিয়ে হাত দিয়ে মুখে মুখের হাসি চাপার চেষ্টা করছেন। পাশাপাশি ক্যাটরিনার বাড়ির ভিতরে রয়েছে একাধিক গাছ। ঘোরানো লোহার সিঁড়ি। আরো অনেক ভিনটেজ লুক আসবাব।
ভারতের মুম্বাইয়ের বান্দ্রা গুলদেব সাগর সোসাইটির একটি ফ্ল্যাটে থাকেন বিখ্যাত এ বলিউড অভিনেত্রী। তার ফ্লাটের ব্যালকনি থেকেই দেখা যায় সমুদ্র। এছাড়া বৈঠকখানা থেকে উপরে ওঠার সিঁড়ি।
তার বাড়িতে রয়েছে উডেন ফ্লোর। বিভিন্ন স্টাইলিশ সেলফে সাজানো রয়েছে নানান সব বই। এমনকি তার বসবার ঘরটিও মন্দ নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।








