বিনোদন ডেস্ক : অবশেষে সব গুঞ্জনকে সত্যি করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। গতকাল (৯ নভেম্বর) বিকেলে রাজস্থানে জয়পুরে তারা একে অপরের গলায় মালা পড়ান। এরপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নব দম্পতি।
বিয়ের পর পরই সবার দোয়া চেয়ে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন এই দম্পতি। ক্যাটরিনা কাইফ লিখেছেন, ‘আমাদের এই মুহুর্তে নিয়ে আসার পথে সব কিছুর জন্য আমাদের হৃদয়ে কেবল ভালবাসা ও কৃতজ্ঞতা। আমরা একসঙ্গে এই নতুন যাত্রা শুরু করছি। তাই আপনাদের সবার ভালবাসা এবং আশীর্বাদ চাই।’
এই পোস্টের নিচে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনার সাবেক প্রেমিক বলিউড অভিনেতা রণবীর কাপুরের দুই প্রেমিকা। একজন সাবেক ও অন্যজন বর্তমান প্রেমিকা। কার কথা বলছি, সেটা হয়তো এরই মধ্যে আপনারা বুঝে গেছেন। বলছি দীপিকা পাডুকোন ও বর্তমান প্রেমিকা আলিয়া ভাটের কথা। ক্যাটরিনা-রণবীরের প্রেম কাহিনীও একটা সময় সবার চর্চার বিষয় ছিল।
শুভেচ্ছা জানিয়ে দীপিকা লিখেন, ‘আপনাদের উভয়ের আজীবন ভালবাসা, হাসি, আনুগত্য, শ্রদ্ধা এবং সাহচর্য কামনা করছি!’
আলিয়া ভাট লিখেন, ‘ওহ মাই গড তোমাদের অনেক অনেক সুন্দর লাগছে!’ তবে এই বিয়ে নিয়ে এখন পর্যন্ত নিশ্চুপ ক্যাটরিনা কাইফের সাবেক দুই প্রেমিক সালমান খান ও রণবীর কাপুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।