বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউডের পরিচালক আলী আব্বাস জাফরের জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। শুধু তা-ই নয়, তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
শাহরুখ-ক্যাট অভিনীত সর্বশেষ ছবি ‘জিরো’ বক্স অফিসে সেভাবে সফল না হলেও, এখন শোনা যাচ্ছে, দুজনে আবার একসঙ্গে ছবিতে কাজ করবেন।
হিন্দুস্তান টাইমস বলছে, বলিউডের স্বনামধন্য নির্মাতা আব্বাসের সঙ্গেও এর আগে কাজ করেছেন ক্যাটরিনা। সর্বশেষ এই পরিচালকের ‘ভারত’ ছবিতে অভিনয় করেন তিনি। তারই অ্যাকশন নির্ভর ফিল্মে এবার দেখা যাবে ক্যাটরিনাকে। ছবিটির চিত্রনাট্য লেখা চলছে। এর মাঝেই এই ঘোষণা এল।
আব্বাসের এই নতুন ছবিতে এমন কিছু স্টান্ট আর অ্যাকশন থাকবে যা আগে হিন্দি ছবিতে হয়নি। আর এই কারণেই ক্যাটরিনার মতো ফিটনেস ফ্রিক নায়িকাকেই আব্বাসের পছন্দ। এই ছবিতে ক্যাটরিনার সুপারহিরো হিসেবে আত্মপ্রকাশ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বলিউডে। গুঞ্জন চলছে, শাহরুখও অভিনয় করতে পারেন। তবে এ বিষয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি।
মার্চে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে ক্যাটরিনার নতুন ছবি ‘সূর্যবংশী’ আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।