ক্যাটরিনার স্বামীর সঙ্গে সারার ছবি নিয়ে তোলপাড়

ক্যাটরিনার

বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফের স্বামী ভিকি কৌশলের প্রেমে মজেছেন সারা আলি খান! দুজন একে অপরকে জড়িয়ে ধরে আছেন! বাস্তবে না, সিনেমায়। সিনেমার দৃশ্য হলেও দুজনের আবেদনময়ী ছবিটি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটি পোস্ট করেছিলেন সাইফকন্যা সারা।

ক্যাটরিনার

সম্প্রতি ইন্ডোরে ভিকি কৌশলের সঙ্গে সিনেমাটিতে শুটিং করেছেন সারা আলি খান। বিয়ের পর ক্যাটরিনাকে রেখে শুটিংয়ে চলে যান ভিকি। সেই শুটিংয়ের একটি মুহূর্ত ইনস্টাগ্রামে দিয়ে সারা সহ-অভিনেতা ও অভিনেত্রী এবং কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। খবর ডিএনএর।

ছবিতে দেখা যাচ্ছে, সারা-ভিকি দুজন দুজনকে জড়িয়ে ধরে আছেন। একে অন্যের চোখের দিকে তাকিয়ে ভালোবাসাবিনিময় করছেন। সারা লিখেছেন— ছবির কাজ এত দ্রুত শেষ হয়ে গেছে, বিশ্বাস করতে পারছি না। ধন্যবাদ লক্ষণ ইউতেকার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।