আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার ক্রমাগত হামলার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। রোববার (১৩ মার্চ) ডেইলি মেইলসহ যুক্তরাজ্যের বেশ কয়েকটি সংবাদমাধ্যম পুতিনের চেহারায় পরিবর্তন এসেছে উল্লেখ করে এর পেছনের কারণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে শুরু হয় আলোচনা।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, রুশ প্রেসিডেন্ট পুতিনের সাম্প্রতিক ‘অস্থির আচরণ’ পারকিনসন্সের (মস্তিষ্কের রোগ) বিরুদ্ধে লড়াইয়ের জন্য তার নেওয়া স্টেরয়েডজাতীয় ওষুধের সঙ্গে সম্পর্কিত হতে পারে। কারণ এ ধরনের ওষুধ খেলে চেহারা ফুলে যাওয়া, মুখমণ্ডল ডিম্বাকৃতির হয়ে যাওয়াসহ যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, বর্তমানে তার সবই আছে পুতিনের মধ্যে। এ ছাড়া তিনি বর্তমানে অতিথিদের কাছ থেকে অস্বাভাবিকরকম দূরত্ব বজায় রাখছেন বলেও দাবি করা হয় প্রতিবেদনগুলোতে।
সূত্রের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, ক্যানসারের জন্য স্টেরয়েড চিকিৎসার ফলে পুতিন স্মৃতিশক্তি হারাচ্ছেন। পারকিনসন্স বা ‘রয়েড রেজ’ রোগের কারণে মস্তিষ্কের রোগে ভুগছেন তিনি। এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্র সচিব লর্ড ডেভিড ওয়েন বলেছিলেন, পুতিন হয়তো অ্যানাবলিক স্টেরয়েড গ্রহণ করছেন, যা একজন ব্যক্তিকে আগ্রাসী করে তুলতে পারে।
যদিও বরাবরই প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমের বিরুদ্ধে ভুয়া খবর প্রকাশের অভিযোগ করে আসছে মস্কো। আর রাশিয়ার এ দাবিকেও পুরোপুরি অযৌক্তিক বলা কঠিন। কারণ ২০২০ সালের শেষের দিকেও দ্য সানসহ কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যমে পুতিনের পারকিনসন্স রোগে আক্রান্ত হওয়া এবং অসুস্থতার কারণে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনার খবর প্রকাশ করা হয়েছিল।
এদিকে ভ্লাদিমির পুতিনের অসুস্থতা নিয়ে যে গুঞ্জন উঠেছে তা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। যদিও অনেকে বলছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ এ ধরনের খবরের বড় কারণ হতে পারে। অর্থাৎ ব্রিটিশ গণমাধ্যমের এসব প্রতিবেদন হতে পারে উদ্দেশ্যপ্রণোদিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।