ক্যানসার জয় করে সুস্থ হয়ে ফিরলেন নেমেসিসের জোহাদের স্ত্রী মাহরীন

নেমেসিসের জোহাদের স্ত্রী মাহরীন

দেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস এর ভোকালিস্ট জোহাদ রেজা চৌধুরী। এই শিল্পীর স্ত্রী মাহরীন মরণঘাতী ক্যানসারে আক্রান্ত ছিলেন। এরপর নিয়মিত চিকিৎসা চলেছে তার; লড়াই শেষে এবার এলো সুখবর! কারণ, জোহাদের স্ত্রী এখন ক্যানসারমুক্ত।

নেমেসিসের জোহাদের স্ত্রী মাহরীন

চিকিৎসকের কাছ থেকে রিপোর্ট পেয়ে খুশির এই সংবাদটি অনুরাগীদের কাছে ভাগ করে নেন জোহাদ নিজেই। তবে এও জানালেন, তার স্ত্রীকে এখনও চিকিৎসার মাঝেই রাখতে হবে।

এক ফেসবুক স্ট্যাটাসে জোহাদ লেখেন, ‘আমি খারাপ খবরটি শেয়ার করতে চাইনি, বরং ভালো খবরটাই শেয়ার করতে চেয়েছি। মাহরীন এখন ক্যানসারমুক্ত (চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী)। এটি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি।’

জোহাদ লেখেন, ‘এই কঠিন সময়ে যারা আমাদের পাশে ছিলেন, তাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ। আমরা আপনাদের সবাইকে ভালোবাসি এবং চিরকৃতজ্ঞ। আমাদের জীবনে আপনাদের পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়।’

যে কারণে ভারতের ড্রেসিংরুমে অশান্তি

মাহরীনের উদ্দেশে জোহাদ লেখেন, ‘এখনও কিছু চিকিৎসা বাকি আছে, তবে আমরা আশাবাদী যে কঠিন অধ্যায়টি পার হয়ে এসেছি! মাহু, তুমি আমাদের সবার অনুপ্রেরণা। তুমি সত্যিকারের বিজয়ী! তুমি সবচেয়ে সাহসী মানুষ, যাকে আমি চিনি।’