আন্তর্জাতিক ডেস্ক : ক্যান্ডি খেতে কে না ভালবাসে। এবার সেই ক্যান্ডি খাওয়ার জন্য যদি মেলে টাকা, তাহলে বিষয়টি কেমন হবে! একটি অনলাইন, কানাডা-ভিত্তিক ক্যান্ডি স্টোর, ক্যান্ডি ফানহাউস এরকমই একটি অফার দিচ্ছে। তারা তাদের সংস্থার জন্য বিশ্বের প্রথম প্রধান ক্যান্ডি অফিসার নিয়োগ করছে, যার বেতন হতে চলেছে ১ লক্ষ মার্কিন ডলার (যা বাংলাদেশি টাকায় প্রায় ৯৪ লাখ ৪০হাজার)। ক্যান্ডি অফিসারের কাজ হবে মাসে ৩,৫০০টিরও বেশি ক্যান্ডির স্বাদ-পরীক্ষা করা, ফানহাউস ক্যান্ডি কোম্পানিকে নেতৃত্ব দেওয়া এবং বোর্ড মিটিং চালানো। তবে এই নিয়োগের ক্ষেত্রে একটাই শর্ত ক্যান্ডির প্রতি অপরিসীম ভালবাসা থাকতে হবে।
চাকরিটি পেতে হলে আপনাকে শুধুমাত্র ৫ বছর বা তার বেশি বয়সী হতে হবে এবং উত্তর আমেরিকায় বসবাস করতে হবে। এই ক্যান্ডি টেস্টারের পদে পাঁচ বছরের শিশুকে নিয়োগ করার বিষয়ে মুখ খুলেছেন সংস্থার সিইও জামাল হেজাজি। তিনি জানিয়েছেন, ‘ক্যান্ডির প্রতি ভালবাসা কোনও বয়সের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা এরকম কয়েকজন নেতৃত্বের খোঁজ করছি যাঁরা ক্যান্ডি সম্পর্কে অভাবনীয় চিন্তাভাবনার প্রতিফলন ঘটাতে পারে। আমরা সৃষ্টিশীলতার খোঁজ করছি।’ এমনকি চাকরির জন্য কোন পূর্ব অভিজ্ঞতারও প্রয়োজন নেই বলে জানিয়েছে সংস্থাটি।
কাজটি বাড়ি থেকে বসেই করা যাবে, তবে প্রধান ক্যান্ডি অফিসারকে টরন্টো, কানাডা ,নিউইয়র্ক বা নিউ জার্সির মধ্যে থাকতে হবে। আবেদন করার সময়সীমা ৩১ আগস্ট।
তবে চিন্তা একটাই ক্যান্ডি অফিসারের পদে কাজ করার সময় দাঁতের যত্ন নেয়ার বিষয়টি ভুললে চলবে না। সবশেষে বলতে হয়, এরকম সুযোগ রোজ রোজ আসে না। তাই দেরি না করে আজই পাঠিয়ে দিন আপনার আবেদনপত্র আর হয়ে যান বিশ্বের প্রথম প্রধান ক্যান্ডি অফিসার।
সূত্র : fox29.com
চিরবিদায় নিলো শিল্পা শেঠির ‘প্রথম সন্তান’, শোকে যা করলেন বলিউড অভিনেত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।