বিনোদন ডেস্ক : দীর্ঘ চিকিৎসার পর অবশেষে ভারতে ফিরেছেন। আর দেশে ফিরেই স্ত্রী নীতু কাপুরকে সঙ্গে নিয়ে শুক্রবার পূজা দিতে সোজা তিরুপতি বালাজি মন্দিরে চলে গিয়েছিলেন ঋষি কাপুর। পূজা দিয়ে বের হয়ে সেখানকার স্থানীয় এক রেস্তোরাঁতে পৌঁছেছিলেন ঋষি ও নীতু কাপুর। রেস্তারাঁতে বসেই নীতু কাপুর যেভাবে তামিল ভাষায় কথা বললেন তা শুনলে যে কেউ চমকে যাবেন। তাঁর এভাবে অবলীলায় তামিল বলা শুনে নেটিজেনদের অনেকেই বলে বসলেন গতজন্মে নিশ্চয় তামিলিয়ান ছিলেন নীতু।
সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ভিডিও শেয়ার করে নীতু কাপুর লিখেছেন, ”বালাজি দর্শনের পর কিছু তামিল দুরূচ্চার্য শব্দ বলে মনোরঞ্জনের চেষ্টা করছি।” নীতুর এমন সুন্দর তামিল উচ্চারণ শুনে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
নীতু কাপুরের মুখে এমন তামিল শুনে কেউ লিখেছেন, ”গত জন্মে নীতুজি নিশ্চয় তামিলিয়ান ছিলেন। ”
গত ৪ সেপ্টেম্বর নিজের ৬৭ বছরের জন্মদিন সেলিব্রেট করেছেন ঋষি কাপুর। প্রসঙ্গত গত বছর ২৯ সেপ্টেম্বর আমেরিকার উদ্দেশ্য উড়ে গিয়েছিলেন ঋষি কাপুর। দীর্ঘ ১ বছর ক্যান্সারের চিকিৎসার জন্য সেখানেই ছিলেন কিংবদন্তি এই অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।