বিনোদন ডেস্ক : মার্কিন মুলুকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জোনাস ব্রাদারদের ভক্ত সংখ্যা। প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের জনপ্রিয়তা এমনিতেই তুঙ্গে। গায়ক এবং একজন ব্যান্ড পারফর্মার হিসেবে তাঁর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে দায়িত্বও বাড়ছে নিক জোনাস এবং তাঁর ভাইদের।
ভক্তরা অনেক সময়ই পছন্দের সেলিব্রিটিদের সঙ্গে ছবি তুলতে চান। ছুঁয়ে দেখতে চান পছন্দের তারকাদের। ফলে সেলিব্রিটিদেরও কিছুটা দায়িত্ব থেকেই যায় ফ্যানেদের দাবি মেটানোর। এবার এক ভক্তের দাবি মেটাতে সটান হাসপাতালে হাজির হলেন জোনাস ব্রাদাররা।
সম্প্রতি ‘জোনাস ব্রার্দাস’দের এক কনসার্ট ছিল পেনিসিলভানিয়ায়। কিন্তু সেই কনসার্টে যাওয়ার টিকিট কেটেও যেতে পারেননি লিলি জর্ডান নামে এক ভক্ত। লিলি ক্যানসার আক্রান্ত। আর কনসার্টের দিন তাঁর কেমোথেরাপি ছিল। তাই আর যাওয়া হয়নি নিক-জোয়ি-কেলভিনের মঞ্চ মাতানো পারফরম্যান্স দেখতে। কিন্তু তাতে কী? অনুষ্ঠান শেষ হতেই, জোনাস ভাইয়েরা খোদ এসে হাজির হন হাসপাতালে। শুধু তাই নয়, লিলির সঙ্গে কিছু বার্তালাপের পর তাঁর সঙ্গে সেলফিও তোলেন তাঁরা।। সারপ্রাইজ ভিজিটের এই পরিকল্পনার অংশ ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। হাসপাতালের বিছানাতেই স্বামী নিকের অনুরাগীর সঙ্গে গল্পে মেতে ওঠেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।