ভারতের বলিউডে এখন দক্ষিণের নায়ক নায়িকাদের জয়জয়কার চলছে। প্রভাস, রামচরণের মত তারকারা দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। তাদের সিনেমা বের হওয়ার জন্য অপেক্ষায় থাকে দর্শকরা। গতকাল একই সাথে রিলিজ পেলো ২ তামিল সুপারস্টার ধানুশ এবং সেতুপাতির সিনেমা। ধানুশের ক্যাপ্টেন মিলার সিনেমা তামিল ভাষায় রিলিজ হয়েছে।
সেতুপাতির ’মেরি ক্রিসমাস’ সিনেমা তামিল ভাষার পাশাপাশি হিন্দিতেও রিলিজ পেয়েছে। এ সিনেমায় প্রথমবারের মতো বিজয় সেতুপাতির সাথে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। দেশভাগের আগের দুর্দান্ত গল্প নিয়ে ক্যাপ্টেন মিলার সিনেমাটি তৈরি করা হয়েছে।
সিনেমার গল্পে ব্রিটিশদের রাজত্ব এবং আধিপত্য তুলে ধরা হবে। তাদের খনন কাজ নিয়ে দৃশ্য তুলে ধরা হবে। ব্রিটিশ সেনারা একটি গ্রাম ধ্বংস করে খনন কাজ করার চেষ্টা করবে। গ্রামবাসী তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করবে। এখানে ক্যাপ্টেন মিলার তার ভূমিকা পালন করবে।
ব্রিটিশরা ক্যাপ্টেন মিলারকে দুর্ধর্ষ ডাকাত হিসেবে তুলে ধরবে। এখানে ক্যাপ্টেন মিলার হিসেবে অভিনয় করবেন তামিল সুপারস্টার ধানুশ। এ সিনেমার জন্য চুল এবং দাঁড়ি বদলে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলার চেষ্টা করেন ধানুশ।
এখানে দ্বৈত চরিত্রে নিজের পরিচয় তুলে ধরবেন ধানুশ। একই সাথে বাবা এবং ছেলে হিসেবে তার কর্তব্য পালন করবেন। সিনেমার জন্য কোন প্রচেষ্টার কমতি রাখেননি তিনি। যখন যেখানে যাওয়ার দরকার হয় ছুটি বেরিয়েছেন।
প্রিয়াঙ্কা মোহান ও শিব রাজকুমার এখানে চমৎকার অভিনয় করেছেন। অন্যদিকে বিজয় সেতুপাতি এবং ক্যাটরিনা কাইফের মেরি ক্রিসমাস সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল অন্যরকম। রহস্য এবং সাসপেন্সে ভরা ট্রেইলার দেখার পর দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়।
অভিনব কিছু দৃশ্য এখানে দেখা যাবে। যেমন দুটি ব্লেন্ডারের একটিতে ঘুমের ওষুধ গুঁড়ো করা হবে। অন্যটিতে বাদাম ও কাঁচা মরিচ। এভাবে সাসপেন্স তৈরি করা হয়েছে। ক্রিসমাসের আগের দিন দেখা হবে বিজয় এবং কাইফের মধ্যে।
নানা ঘটনার পরও তারা দুইজন চরম বিপদের মধ্যে দিন পার করবে। রহস্য, উত্তেজনা এবং সাসপেন্স এর মধ্য দিয়ে সিনেমাটি সামনে এগিয়ে যাবে। সবথেকে মজার ব্যাপার হল বক্স অফিসে এই দুই সিনেমার মধ্যে কোনটি রাজত্ব করবে তা দেখার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে । দর্শকরা ধানুশ নাকি সেতুপাতিকে এগিয়ে রাখবে সেটিও দেখার অপেক্ষায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।