স্পোর্টস ডেস্ক: ২০ বছরের আক্ষেপ ঘুচিয়ে মালদ্বীপের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে চলতি টুর্নামেন্টে সেমির দৌড়ে নিজেদের টিকিয়ে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শুরুতে পিছিয়ে পড়ার পরও খেই না হারিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলে জয় বাগিয়ে নিয়ে আসে জামাল ভূঁইয়ার দল। আর দলের এমন পারফরম্যান্স এক ম্যাচ হাতে থাকতেই সেমির স্বপ্ন দেখাচ্ছে হ্যাভিয়ার ক্যাবরেরাকে।
নিজেদের শেষ ম্যাচ ভুটানের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে খেলা হলেও অলিখিত সেই ‘ফাইনাল’ জিতে সেমির টিকিট কাটতে চান ক্যাবরেরা।
জাতীয় দলের এই কোচ বলেন, ‘এখনই আমরা নিশ্চিন্ত হতে পারি না। আমাদেরকে পরের ম্যাচটাও জিততে হবে। ভুটান দারুণ খেলেছে মালদ্বীপের বিপক্ষে। তারা অনেক শক্তিশালী দল।’
তিনি আরও বলেন, ‘এবার আশা করি সেমিফাইনাল নিশ্চিত করা যাবে। আমাদের আরও একটা ফাইনাল আছে-ভুটানের বিপক্ষে।’
১৭ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে ৩-১ ব্যবধানে জয়। পুরো বিষয়টিকেই ‘গ্রেট অর্জন’ হিসেবে দেখছেন জাতীয় দলের এই কোচ।
ক্যাবরেরা বলেন, ‘প্রথম গোলটা হজম করার পর ম্যাচটা কঠিন হয়ে পড়েছিল। তবে আমার ছেলেরা দারুণ খেলেছে ম্যাচে ফেরার জন্য। তাদের উপর আস্থা রেখেছি। এটা আমাদের গ্রেট অর্জন। আমাদেরকে অবশ্যই ম্যাচটা জয় করতে হতো। ছেলেরা দারুণ খেলেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।