বিবাহ ফটোগ্রাফি টাকা ইনকামের ভালো পদ্ধতি
ক্যামেরার সব ধরনের গুরুত্বপূর্ণ ফাংশন সম্পর্কে জেনে নিন। এতে আপনার স্কিল বৃদ্ধি পাবে। মানুষের সাথে কাজ করার ও মেলামেশার দক্ষতা থাকতে হবে। বিবাহ অনুষ্ঠানে কাজ করার সুযোগ পাওয়া বেস্ট। কেননা এসব অনুষ্ঠানে অর্থ ইনকামের সুযোগ অনেক বেশি। তবে চাপের মধ্যে কাজ করার পরীক্ষা দিতে হবে সেখানে। অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে শিখতে হবে। সেখানে অনেক ব্যস্ততা থাকবে। দ্বিতীয় সুযোগ পাবার সম্ভাবনা নাই বলেই প্রথম সুযোগেই ভালো ভালো ছবি তুলে ফেলতে হবে।
আপনার যদি বিবাহের ফটোগ্রাফিতে আগ্রহ থাকে তবে এটি এমন একজন পেশাদারের সন্ধান করা দরকার যে আপনাকে একজন সহকারী বা দ্বিতীয় শ্যুটার হিসেবে কাজ করার সুযোগ দিবে। এমনকি এটি বিনামূল্যে বা অর্থপ্রদানের মাধ্যমেও হতে পারে। অভিজ্ঞতাটি আপনাকে ঘটনাপ্রবাহ, প্রয়োজনীয় দায়িত্ব সম্পর্কে ধারণা দিতে এবং আপনার নিজের পোর্টফোলিওর জন্য কিছু অসাধারণ ছবিও থাকবে।
আপনি অর্থ উপার্জনের কথা ভাবার আগে আপনার ফটোগ্রাফি পরিষেবা বাজারজাত ও বিক্রি করার জন্য উচ্চ-মানের দক্ষতা থাকতে হবে। বন্ধুবান্ধব এবং পরিবারের কাছ থেকে সমর্থন পেলে ভালো, তবে শুরুর দিকে অন্তত ফটোগ্রাফি সম্পর্কিত অনলাইন কাজের সাথে লেগে থাকার চেষ্টা করুন, পরে ব্যাক-আপ হিসেবে কাজে দিবে।
আপনার বিবাহের ফটোগ্রাফির জন্য একটি পরিষ্কার স্টাইল তৈরি করার চেষ্টা করুন – যেভাবে আপনি আপনার বড় দিনের ছবিগুলিকে শুট করেন। পাশাপাশি কীভাবে ইমেজ প্রসেস করবেন সে পদ্ধতি ঠিক করুন।
আগে নিজের পোর্টফলিও তৈরি করুন। সাহসী হতে হবে আপনাকে। নিজের উপর পুরোপুরি বিশ্বাস রাখতে হবে। কাস্টোমার যেনো আপনার উপর সন্তুষ্ট থাকে সে ব্যাপারে নিশ্চিত হোন। যারা বিবাহ উৎসবে কাজ দিতে পারবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। সেরা ছবিগুলো অফার করুন।
বিবাহ ফটোশপ একমাত্র উপায় নয় টাকা ইনকাম করার। আপনি খন্ডকালীন ফটোশট এর মাধ্যমেও টাকা ইনকাম করতে পারেন। ইনডোর ফটোগ্রাফি অথবা আউটডোর ফটোগ্রাফি কোনটি আপনার পছন্দের এ ব্যাপারে নিশ্চিত হোন। ইনডোরে হলে আলোর স্ট্যান্ড ও ব্যাকগ্রাউন্ড লাগবে। আউটডোর হলে পরিবেশ-প্রকৃতির সাথে মানিয়ে চলতে হবে।