২য় পর্ব: ক্যামেরার সাহায্যে অর্থ উপার্জনের কৌশল

সব ধরনের ছবি নিজের কালেকশনে রাখা উচিত

আপনার তোলা ছবি যেনো বিস্তৃত পরিসরে কাস্টোমারদের কাছে পৌঁছে যায় ও জনপ্রিয় হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এতে ম্যগাজিন থেক শুর করে ছুটির দিনের ব্রোশারে আপনার তোলা ছবি স্থান পাওয়ার সম্ভাবনা বেশ বেশি। আপনার নিজের ছবির লাইব্রেরি থাকা উচিত। ইমেজের যত ক্যাটাগরি আছে প্রত্যেকটির বেশকিছু ছবি আপনার কালেকশনে থাকতে পারে।

তবে এই ছবি কোথাও পাবকিশ না করাই উত্তম। কেননা এক্সক্লুসিভ ছবি হিসেবে কাস্টোমার আপনার কাছ থেকে বেশ কিছু ছবি ক্রয় করলে আপনার ইনকাম বাড়বে। কাজেই প্রত্যেক ক্যাটাগরির অল্প হলেও কিছু অসাধারণ ছবি নিজের কালেকশনে রাখুন।

আপনার তোলা সেরা ছবিসমূহ কালেকশনে রাখুন। আলাদা লাইব্রেরি প্রতিষ্টা করুন। এটা পরিকল্পনা মাফিক করতে হবে। শেষ ছয় মাসে কোন কোন ছবির চাহিদা ডিজাইনার ও গবেষকদের কাছে সবথেকে বেশি ছিলো। ঐ সব ক্যাটাগরির ছবি আপনি নিজের কালেকশনে সংগ্রহ করে রাখুন। তাদের কাছে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।

সামনে বড় ইভেন্ট বা খেলার অনুষ্ঠন থাকলে আগেই প্রস্তুতি নিয়ে রাখুন ভালো ছবি তোলার জন্য। পরে এসব ছবি মিডিয়ার সাথে সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করতে পারবেন।

ফটোগ্রাফির মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা সম্ভব। বিভিন্ন ওয়ার্কশপ, কোম্পনির প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং সহ নানা কাজে আপনি সংযুক্ত থাকতে পারলে অধিক পরিমাণে অর্থ উপার্জন সম্ভব। আপনার ক্লায়েন্টের প্রয়োজন ও ডিমান্ড সম্পর্কে আপনাকে অবগত হতে হবে। আপনার টার্গেট অডিয়েন্স ঠিক করতে হবে। ছবির এক্সপোসার ও শার্পনেস ঠিক থাকা উচিত।

আপনার ছবি মূলত কোথায় পাবলিশ হবে সেটা জানুন। প্রতিষ্ঠান তার ওয়েবসাইট এর জন্য আপনার ছবি নিতে পারে বা বই এ প্রকাশের জন্য অথবা ম্যাগাজিনের জন্য। তাহলে আপনার প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট ক্যাটাগরির অসাধারণ ছবি প্রস্তুত রাখুন।

প্রতিষ্ঠানের টেকনিকাল স্ট্যান্ডার্ড এর সাথে আপনার ছবির মান যেনো ঠিক থাকে সেদিকে খেয়াল রাখুন। বিভিন্ন জায়গায় আপনার ছবি যেনো ব্যবহার উপযোগী হয় সেদিকে খেয়াল রাখুন। এজেন্সি আপনাকে সাথে সাথে বেতন নাও দিতে পারে। ধৈর্য্য ধরে অপেক্ষা করুন।

লাইব্রেরিতে আপনার ছবির সাথে মানানসই হবে এমন কীওয়ার্ড যুক্ত করুন। কী কী কীওয়ার্ড হতে পারে এ নিয়ে গবেষণা করুন। কাস্টোমার যেনো কীওয়ার্ড দেখে ভালো ধারণা পেতে পারে সেদিকে নজর দিন। আপনার লাইব্রেরিতে যখন নতুন ছবি সংযুক্ত করবেন খেয়াল রাখবেন সবথেকে নান্দনিক ও সেরা ছবি যেনো আপলোড হয়। আপনার বন্ধু ও অতিথিরা এ ধরনের সমৃদ্ধ লাইব্রেতি দেখে সন্তুষ্ট হবে বলে আশা করতে পারেন।

Xiaomi 12 Ultra: শক্তিশালী ইমেজ প্রসেসিং চিপ নিয়ে আসছে