৪র্থ পর্ব: ক্যামেরার সাহায্যে অর্থ উপার্জনের কৌশল

ছবি বিক্রি করার বিভিন্ন উৎস

অনেক ফটোগ্রাফার প্রদর্শনীর পথ বেছে নেয়। প্রদর্শনীর মাধ্যমে নিজেদের সেরা ছবি আগ্রহীদের সামনে উপস্থাপন করবে ও এভাবে ফটো বিক্রি করে টাকা ইনকাম করা সম্ভব। তবে এতে খরচ কম হওয়ার সুবিধার্থে অন্য ফটোগ্রাফারদের সাথে জায়গা শেয়ার করা যেতে পারে।

 

 

প্রদর্শনীর একটা ভালো দিক হচ্ছে মানুষের কাছে ছবির মূল্য বৃদ্ধি পায়। ছবি আকর্ষণীয় মনে হয়। ছবি ক্রয় করার জন্য তাদের ইচ্ছা বৃদ্ধি পায়। তবে আপনার উচিত হবে না কখনও আপনার ফটোগ্রাফিকে অবমূল্যায়ন করা।

শহরের ক্যাফে, দোকানের দেয়ালে আপনার ছবি থাকতে পারে। সেক্ষেত্রে দেয়ালের একটা অংশ যেনো তারা আপনার ছবির জন্য দিয়ে দেয় সেজন্য অনুরোধ করুন। প্রয়োজনে আপনি ফটো বিক্রির পর যে টাকা ইনকাম করবেন তার একটা সামান্য অংশ তাকে দিতে পারেন।

কাছের লোকজন ও বন্ধুবান্ধব সবচেয়ে ভালো ও অনুগত কাস্টোমার হয়ে থাকে। কাজেই তারা কী পছন্দ করে সেটা জিজ্ঞাসা করুন। মানুষ তার বাসার দেয়ালে ভালো ছবি ঝুলিয়ে রাখতে পছন্দ করে। আপনি আপনার সাইটে বাসার দেয়ালের উপযোগী বেশকিছু ফটো আপলোড করে রাখতে পারেন। যাদের পছন্দ হবে তাদের কাছে আপনি বিক্রি করতে পারবেন।

১ম এ আপনি কিছু ছবি প্রিন্ট দিয়ে দেখতে পারেন কোয়ালিটি কেমন আসছে। কোয়ালিটি ভালো হলে অন্যরাও পছন্দ করবেন। পরীক্ষামূলকভাবে কিছু ছবি আপনি নিজেই প্রিন্ট দিয়ে দেখবেন। পরে কাস্টোমারদের প্রিন্ট করা কপি দেখাতে পারেন।

এখন অনলাইনে ডিজিটাল শিল্প কেনা-বেচা চলে। ফটোগ্রাফি শিল্পের মধ্যেই পড়ে। গ্রাফিকস ডিজাইন, ডিজিটাল ফটোগ্রাফি সহ নানা কারণে মানুষ অনলাইনে সরাসরি ফটো ক্রয় করতে চায়। অনেক কাস্টোমার বিভিন্ন কারণে নিজের কালেকশনে অসাধারণ ফটো রাখতে চায়। তারা বিভিন্ন দেশ থেকে অর্ডার করে ও মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করে থাকেন। আপনি সম্ভব্য সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম এ নিজের ছবি আপলোড করে রাখা উচিত।

৩য় পর্ব: ক্যামেরার সাহায্যে অর্থ উপার্জনের কৌশল